লাইভ নাটক
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ জুন, ২০১৩, ০৩:২৫:০৫ দুপুর
দেখুন সবাই দেখুন আমরা
কেমন দেশে থাকি,
নাটক সাজাই নিত্য নতুন
শাক দিয়ে মাছ ঢাকি!
জ্যান্ত মানুষ উদ্ধার হইল
সতের দিন পর,
সাড়া পড়ল দেশ ব্যাপিয়া
হইল খবর।
বিস্কুট চারটি সঙ্গে ছিল এবং
বোতল পানি,
সতের দিন জীবন মৃত্যু
চলছে টানাটানি।
একই মানুষ দুইবার উদ্ধার
অন্যগুলো মরে,
জীবন নিয়ে খেলায় তারা
দেখুন না কি করে!
পাওয়া যাবে পরিচয় তার
ফাতেমা না জয়া,
খাইছে ধরা নাটক করে
দেখছনিগো ভায়া?
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন