হাফ ডজন লিমেরিক (উস্তাজ বাকপ্রবাসের কাছে দীক্ষা নিয়ে লেখা)

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২০ জুন, ২০১৩, ১১:২০:৪৮ সকাল

(১)

গরম ভাত বাড়ছে পাতে

একটু খানি লবণ তাতে

আসছে ভোর

কাটছে ঘোর

দুষ্টরা সব খেলায় মাতে!

(২)

নাক ফোঁস ফোঁস সর্দি ঝরে

শরীর ভীষণ কাঁপছে জ্বরে

দইয়ের হাড়ি

লাগছে ভারী

মা-বাবা তাই ভয়েই মরে!

(৩)

নাচছে দেখ পাগলা নাচ

বিঁধল পায়ে চিকনা কাঁচ

নতুন বধূ

কাঁদছে শুধু

তিন দ্বিগুনে হয় কি পাঁচ!

(৪)

আলতা রাঙা নূপুর পায়

নতুন বধু কোথায় যায়

হাটের দিন

ব্যাগটা নিন

চলতে পথে পিছন চায়!

(৫)

রাতের শরীর ভীষণ কালো

চাঁদ মামা তাই দিচ্ছে আলো

বসে সদ্য

লিখি পদ্য

জোস্না রাতে গাইতে ভালো!

(৬)

না-ই কোন এর অর্থ হোক

না-ই বা বুঝে সকল লোক

পড়েই লিরিক

লেখার হিড়িক

যে যা খুশি কয় না কউক!

বিষয়: বিবিধ

১৭৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377159
০৪ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
ফখরুল লিখেছেন : কবি বাক প্রবাস প্রিয় এক জন কবি।
377161
০৪ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
ফখরুল লিখেছেন : তবে আপনার লেখনির ধার ও মাশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File