সদর ঘাটের কুলি

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৯ মে, ২০১৩, ১১:৪১:৫৩ সকাল

করতে পারিস বড়াই

তাই বলে কি তোকে

আমরা সবাই ডরাই।

খাসনা যতই খানা

তাই বলে নয়তো তুই

দৈত্যরাজের ছানা।

হতেই পারিস বীর

তাই বলে কি ছুঁড়তে পারিস

আকাশে এক তীর।

পড়া কতো তোর

ইংরেজিতে বলিস কেন

টিচিং ক্লাস ফোর।

বস্তা ব্যাগে দিবিনা টান

পুলিশ এসে ধরবে তোকে

ফেলবে ছিড়ে কান।

করিস শুধু গলাবাজি খুব

পুলিশ দেখে লম্ফ ছেড়ে

থাকিস কেন চুপ।

যতই ছাড়িস বুলি

করলে এমন বলবে তোকে

সদরঘাটের কুলি।

বিষয়: বিবিধ

২৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File