সিবিএফ-এ আমন্ত্রণ
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৮ মে, ২০১৩, ১০:৪৯:১৭ সকাল
আসুন সত্য-ন্যায়ের পথ চলি ভাই
হবে মিথ্যা পগার পার,
সি বি এফ একখান করছে গঠন
ভাই-বোন ব্লগার।
কয়দিন আগে আলোচনা খানাপিনা
করছে সবাই মিলে,
সত্য নিষ্ঠ ভাই সকলের মহাব্বতে
দিল মিলেছে দিলে।
আসুন সবাই যোগদিন ভাইবোন
ধরুন ন্যায়ের ঝান্ডা,
অন্যায় অসৎ দূর হইবে আর
মিথ্যা হবে ঠান্ডা।
সরল প্রাণে দৃঢ় মনে দৃপ্ত শপথ
চলুন আলোর পথে,
এবং মনটা যাদের উদার আকাশ
যোগ দিবেন এই রথে।
এখন চলছে শুধুই আলোচনা
কাজ করিবে সামনে,
সঙ্গে যদি থাকতে চান কেউ
যোগ দিবেন কি আপনে?
ইচ্ছে আছে আমার ভীষণ এবং
থাকতে আমি চাই,
সি বি এফ এ থকবেন কে কে
হাত তুলুন সবাই।
(কবিতা আমার লেখা, নামটা ওবায়েদ ভাইয়ের দেয়া)
বিষয়: বিবিধ
১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন