আসছে ধেয়ে মহাসেন

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৫ মে, ২০১৩, ০৩:৩৮:৫১ দুপুর

উথাল-পাতাল নাচছে সাগর

নাচছে ঢেউয়ের পাহাড়,

মোকাবেলা করবে নাকি

সাধ্য আছে কাহার!

নৌকা জাহাজ ভাসছেনা আর

ফুঁসছে দেশের উপকূল,

বিপদ কেন আসছে এতো

সবার কি আর ভাঙ্গবে ভূল!

খুন খারাপি হচ্ছে কতো

ভাঙ্গছে দালান কোঠা,

ভেবে কোনই কূল পাইনা

মাথা কি মোর মোটা!

মিল মোহাব্বত নাই মানুষের

ঝরছে কতই রক্ত,

কেমনে হল সব মানুষের

পাষাণ হৃদয় শক্ত!

ঝড়-জলোচ্ছাস-বন্যা-খরা

কি কারণে আসে,

কি কারণে দেশের মানুষ

চোখের জলে ভাসে!

ভাই হয়ে সব ভাইয়ের সাথে

আর কতকাল লড়বেন,

এবার সবাই সামলে চলুন

আসছে ধেয়ে মহাসেন।

বিষয়: বিবিধ

১৮৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File