সহীহ হাদীসের নিচে টিকা

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১২ মে, ২০১৩, ১০:১৮:১৫ সকাল

বিভিন্ন হাদীসের অনুবাদ গ্রন্থে আমরা সহীহ হাদীসের নিচে টিকা দেখতে পাই যে হাদীস বর্ণনার পর অনুবাদক লিখেছেন কিন্তু অমুকের মতে এটা করতে হবে তমুকের মতে এটা করা যাবেনা। আমরা কি সহীহ হাদীস মানব? নাকি এই মতামত মানব দেখি কুরআন কি বলে-

''আল্লাহর রাসূল নিজের প্রবৃত্তি থেকে কিছুই বলেননা, তাঁর কথা হল ওয়াহী যা তাঁর প্রতি প্রেরিত হয়।'' (সূরা আন নাজম, ৫৩/৩-৪)

''আর রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর, আর যা হতে তোমাদেরকে নিষেধ করেন, তা হতে বিরত থাক।'' (সূরা আল হাসর, ৫৯/৭)

''আল্লাহ ও তাঁর রাসূল যখন কোন কাজের নির্দেশ প্রদান করেন তখন কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর ঐ নির্দেশের ব্যাতিক্রম করার কোন অধিকার থাকেনা, আর যে ব্যাক্তি আল্লাহর ও তাঁর রাসূলের কথা অমান্য করল, সে স্পষ্টঃতই পথভ্রষ্ট হয়ে গেল।'' (সূরা আল আহযাব, ৩৩/৩৬)

''আর যারা আল্লাহ ও তাঁর রাসূলে আদেশ অমান্য করে, অবশ্যই তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন যাতে তারা সর্বদা-চিরকাল অবস্থান করবে।'' (সূরা আল জ্বিন, ৭২/২৩)

''কিন্তু না, তোমার রবের কসম! তারা প্রকৃত মু'মিন হতে পারবেনা, যে পর্যন্ত তারা তাদের যাবতীয় বিরোধপূর্ণ ব্যাপারে তোমাকে বিচারক সাব্যস্ত না করে এবং তুমি যে ফায়সালা প্রদান কর তা দ্বিধাহীন চিত্তে পরিপূর্ণ আস্থার সঙ্গে গ্রহণ করে না নেয়।'' (সূরা আন নিসা, ৪/৬৫)

''সুতরাং যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে তাদের সতর্ক হওয়া উচিত যে, তাদের উপর কোন বিপদ এসে পড়ে কিংবা তাদের উপর কোন যন্ত্রণাময় আযাব নাজিল হয়ে পড়ে।'' (সূরা আন নূর, ২৪/৬৩)

মুসলিম একমাত্র কুরআন ও সহীহ হাদীস মানতে বাধ্য অমুক তমুকের মত মানতে বাধ্য নয়।

আতএব, আসুন! আমরা কুরআন ও সহীহ হাদীসের প্রতি 'আমাল' করে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি।

নতুবা-

''সুতরাং যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে তাদের সতর্ক হওয়া উচিত যে, তাদের উপর কোন বিপদ এসে পড়ে কিংবা তাদের উপর কোন যন্ত্রণাময় আযাব নাজিল হয়ে পড়ে।'' (সূরা আন নূর, ২৪/৬৩)

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File