ঝরণা ও আমি

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৭ জানুয়ারি, ২০১৩, ১২:০২:২২ দুপুর

ঝরণা আমায় ডাক দিয়ে যায়

রিনি-ঝিনি ছন্দে,

আমার সাথে পথ চলবে

বুনো ফুলের গন্ধে।

হাজার পাখি গান শুনাবে

তোমায় সারাবেলা,

ঝোপের ধারে ফুলের বনে

প্রজাপতির মেলা।

আমার ধারে পানি খেতে

আসবে হরিণ ছানা,

তাকে তুমি হাত বাড়িয়ে

করবে না-তো মানা।

তারা তোমার বন্ধু হবে

যদি তুমি চাও,

বলবে ডেকে যাচ্ছ কোথায়

আমায় সাথে নাও।

আমার বুকে পড়বে ঝরে

হাজার রঙ্গিন ফুল,

বুনো ফুলের মালা দিয়ে

বাঁধতে পার চুল।

বন পাহাড় ছাড়িয়ে যাব

অনেক দূরের দেশ,

দেখবে তুমি থাকলে সাথে

নেইকো চলার শেষ।

বিষয়: সাহিত্য

১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File