নির্যাতন আর কত ? বিচারের কাঠগড়ায় দাঁড়াতে একদিন হবেই।
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ১৯ মার্চ, ২০১৩, ০৮:৪৫:৩০ সকাল
আজ (১৮ই মার্চ) আমার চোখের সামনে থেকে আমার প্রিয় এক ভাইকে সন্দেহবশত তুলে নিয়ে গেলো পুলিশ, আমাকেও যখন ধরবে তখন আমি পুলিশের হাত থেক নিজেক ছারিয়ে পাশ কাটিয়ে দৌরে চলে যেতে চাইলে পর পর তিনবার গুলি করলো মাত্র ২০ ফুটের মধ্যে, জুতা ছিরে যাওয়াতে আমি নিচু হয়ে পরে গেলে গুলি মাথার উপর দিয়ে দেয়ালে বিদ্ধ হয়ে যায়, অলৌকিক ভাবে আল্লাহর রহমতে আমি গুলিবিদ্ধ হয়নি। ততক্ষণে ভাইটিকে চারজন মিলে নরপশুর মত নির্যাতন করলো , যতক্ষন পুলিস ভ্যানে ছিলো তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন, তিনি সেখানেই বার বার জ্ঞান হারাচ্ছিলেন। তাকে বলা হল আমাকে গুলি করে ফেলে দেয়া হয়েছে, এবং তার মাথায় পিস্তলের ট্রিগার টেনে গুলি করতে চাইলে আরেক পুলিশ সাংবাদিক দেখে সেই পুলিশকে থামালো। থানায় নিয়ে সিরির প্রতিটি ধাপে ধাপে থেকে মারা হচ্ছিলো তাকে, সেলে নিয়ে আরো নির্যাতন। সন্দেহবশত গ্রেফতার করে এইভাবে নির্যাতন মধ্যযুগকেও হার মানায়। তাকে নির্যাতনের সময়েও যন্ত্রনাকাতর শরিরেও বার বার নিজের কথা না ভেবে তিনি আমাকে নিয়েই চিন্তায় ছিলেন। কারন তিনি শেষ যখন দেখছিলেন আমাকে পুলিশ গুলি চালানর পর আমি পরে যাই। ভাইটি এখন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশি নির্যাতনে, তাকে আমরা ছারিয়ে আনি অনেক টাকা আর স্থানিয় প্রভাবের বিনিময়ে। তাকে কিছুক্ষন আগে দেখে আসলাম, তিনি আমাকে দেখে ভেজা টলমলে চোখে বললেন "আপনাকে দেখে আমার বুকটা এখন হালকা হলো, আপনাকে না দেখলে আমি বিশ্বাস করত পারতামনা যে আপনি বেঁচে আছেন, আমার এ আঘাত তো মিটে যাবে আমি সেটার পরোয়া করিনা"।ভাইটির সারা শরীরে পায়ের তলা থেকে বুক পর্যন্ত নির্যাতনের চিহ্ন কালো হয়ে আছে। সবাই তার জন্যে দোয়া করুন । আল্লাহ তার সকল যন্ত্রণা দুর করে দিন এবং জালিম, খুনি এই সন্ত্রসী হাসিনা ও তার দোষর, রক্ষি বাহিনীকে সর্বোচ্চ শাস্তি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করুক। বাসের কেললা।
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন