** এবার সন্ত্রাসী কর্মকান্ডে গনজাগরনমঞ্চ **

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২১ আগস্ট, ২০১৫, ০৮:২২:২৪ রাত

রাজধানীর পল্টন এলাকায় বাংলাদেশ আওয়ামী

ওলামা লীগের সভাপতি মো: ইলিয়াস হোসাইনকে

কুপিয়ে আহত করেছে গনজাগরনমঞ্চের কর্মী এবং

ব্লগার ও অনলাইন এক্টিভিটিস্টরা ।

তাকে আশঙ্কাজনক

অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে

যাওয়া হচ্ছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা

ঘটে বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে

একজনকে আটক করেছে পল্টন থানা পুলিশ।

ধারনা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে ওলামা লীগ

নাস্তিক এবং গনজাগরন মঞ্চের বিরুদ্ধে কথা বলায়

এই ঘটনা ঘটাতে পারে তারা।

অতি দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সূত্র - ইন্ডিপেন্ডেন্ট টিভি

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337352
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালোই জমছে তাহলে।
337353
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৮
দূর্বল ঈমানদার লিখেছেন : ভালো লাগলো
337361
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাগাভাগিতে মনে হয় সমস্যা হয়েছে।
337434
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:১৩
কাহাফ লিখেছেন : ওরা তো সব সময়েরই সন্ত্রাসী!
কুত্তায় কুত্তায় কামড়া-কামড়ি!!
337451
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:১৬
নাবিক লিখেছেন : এবার ঠ্যালা সামলাও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File