হাসো বাঙ্গালি হাসো

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ১৬ জুন, ২০১৫, ১০:৩২:৫২ রাত

ইসলামি আন্দোলনের জন্য যারা সারাজীবন যারা কাজ করল আজ তাদেরকেই ফাসিতে ঝোলানো হচ্ছে ।

অথচ যারা ইসলামের অবমাননা করছে তাদেরকে সরকার প্রটেকশন দিচ্ছে ।

শাহজালাল শাহপরানের এই দেশে আজ নাস্তিকদের জয়ধ্বনি তুমি কি শুনতে পাও ?

সেদিন আর খুব দূরে নয়, বাংলাদেশের মসজিদ গুলো ভেঙ্গে ফেলা হবে, সন্ধ্যায় মাগরিবের আজানের পরিবর্তে মন্দিরে উলুধনি শুনতে পাওয়া যাবে।

তখন আর কিছু করার থাকবে না।

ইতিমধ্যে তো ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে , প্রশাসনিক পদেও নাস্তিক হিন্দুদের পদচারনা ।

হাসো বাঙ্গালি হাসো ।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326251
১৬ জুন ২০১৫ রাত ১০:৩৭
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আজ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির চুড়ান্ত রায় ঘোষিত হলো । আশা করা যায় খুব শিগ্রই তার ফাঁসি হবে । তিনি মুখ ভেংচি কেঁটে বলেছিলেন, “ বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই । কোন স্বাধীনতাবিরোধী নেই । ” আজব হলেও সত্যি , তিনি ছিলেন শীর্ষস্হানীয় আল বদর কমান্ডার ও নেতা ।
https://www.youtube.com/watch?v=xQwRlhENNmQ


https://www.youtube.com/watch?v=53mkzqYR-Wk

https://www.youtube.com/watch?v=gRNlRUKdoPk


১৯৭১ সালে এই গুপ্ত সংগঠণটার কাজ ছিল উদিয়মান বাংলাদেশের বুদ্ধিজীবি ও সৃষ্টিশীল লোকদের হত্যা করা । এই গুপ্ত সংগঠণের মূল সংগঠণ ছিল ইসলামী ছাত্র সংঘ । ১৯৭৮ সালের ৬ ই ফেব্রুয়ারী এই সংগঠণ ইসলামী ছাত্র শিবির নাম ধারণ করে । ইসলামী ছাত্র শিবিরের পরিচয় ও আমার অভিজ্ঞতা নয়ত অন্য দিন শেয়ার করবো ।
https://www.youtube.com/watch?v=yYH-Ix6JFfk


কিছু দিন আগে ইউটিউবে সুনীলের কেউ কথা রাখেনি কবিতাটার প্যারোডি পেলাম । এতে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের দীক্ষাগুরু গোলাম আজমের আক্ষেপ ও হতাশা ফুঁটে উঠেছে ।
আসুন , বসুন ও দেখুন ---
https://www.youtube.com/watch?v=r2AAnw5FIQc


কেউ কথা রাখেনি : গোলাম আজম
কেউ কথা রাখেনি, চল্লিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক নূরানী সময়ে পাকি বাবারা বলেছিলো
তোকে পূর্বের রাজা বানিয়ে দিবো, আরামচে জর্দ্দা দিয়ে পান খাবি
তারপর কতদিন পান খেয়ে ঠোঁট লাল করিলাম, এক বিধবা ছাড়া আর কাউকে পেলাম না
সিংহাসনতো দূরের কথা।
পশ্চিমের জুলফিকার আলী ভুট্টো বলেছিল, বড় হও গোলামের বাচ্চা
পাছায় চর্বি জমিয়ে নাও- আমি দু’টা থাপ্পড় দিবো, একটু মলে দিবো
তুমিও রাজা হয়ে তোমার গেলমানদের একটু থাবড়ে দিও, মলে দিও !
জুলফিকার আলি, আমি আর কত বড় হবো ? আমার চারপাশে এখন শতশত ডিম
আর কতোটি ডিম তাড়া করলে তারপর তুমি আমায় সিংহাসনের পায়া দেখাবে ?
একটাও রয়্যাল ছাগু কিনতে পারিনি কখনো
কাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে পুটকী মেরেছে মেজর জিয়ার সেনারা
ভিখারীর মতন সৌদী বাদশাহর গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে গেলমানের নাচ
অবিরল রঙ্গের ধারার মধ্যে সোনার মতো ফর্সা বালকেরা কতরকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি !
নিজামী আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেইখ্যেন, একদিন আমরাও…
নিজামী এখন জেলে, আমাদের দেখা হয়নি অনেকদিন
সেই রয়্যাল ছাগু, সেই কাঠি-লজেন্স, সেই গেলমানের নাচ
খালেদা জিয়া ফিরিয়ে দেয় না !
হাতের মুঠে সুগন্ধি রুমাল রেখে খালেদা বলেছিল,
যেদিন মুক্তিযুদ্ধ ধুয়ে মুছে ফেলতে পারবে, সেদিন সত্যিকারের ভালবাসবে
আমার পাঞ্জাবীতেও এরকম আতরের গন্ধ হবে !
ভালবাসার জন্য আমি ফেয়ার এন্ড লাভলী মেখেছি
এখনো চুষে যাচ্ছি পাকিদের কাঠি লজেন্স
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ডজন খানেক আইনজীবি
তবু কথা রাখেনি খালেদা, এখন তার মাথায় শুধুই তারেকের চিন্তা
এ যেন এক অচেনা নারী !
কেউ কথা রাখেনি, চল্লিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি !
326255
১৬ জুন ২০১৫ রাত ১০:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রিয় ভাই, আপনার কথাগুলো শুনতে তেঁতো হলেও ১০০% বাস্তবসম্মত কথাই বলেছেন। ধন্যবাদ আপনাকে
326257
১৬ জুন ২০১৫ রাত ১১:১৫
নীলাঞ্জনা লিখেছেন : কিসের আল্লা/টাল্লা?? আজান শুনে কি হবে? এত জনম আজান দিয়ে বাংলাদেশের কি পেয়েছে। তবলিগের লোকরা এখনো লোটা/কম্বল নিয়ে ভিক্ষা করে। তারচেয়ে ভাল ইসলামের নাম মুছে দিয়ে নতুন বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
326290
১৭ জুন ২০১৫ রাত ০২:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ.. অনেক ধন্যবাদ...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File