ইত্যাদি : প্রচার হবে আগামীকাল

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ০২ মার্চ, ২০১৩, ১২:৩৯:৫৮ দুপুর

বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এ পর্বে ছিল দু’টি মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৮০ বছর বয়স্ক প্রতিবন্ধী বৃদ্ধ রফিকুল ইসলামের অন্যরকম জীবন সংগ্রামের ওপর ছিল একটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। ‘ইত্যাদি’তে প্রচারিত রফিকুল ইসলামের জীবন সংগ্রাম দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি টিভি দর্শকদের অনেকেই। পাশাপাশি এতে মধুপুর উপজেলার ১৭ জন শ্রমজীবী মানুষের ক্ষুদ্র প্রচেষ্টায় গড়ে ওঠা বিদ্যালয়ের ওপর ছিল একটি শিক্ষামূলক প্রতিবেদন। অনুষ্ঠানে স্বাধীনতার বীর সৈনিকদের নিয়ে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রুপু। গানটির সঙ্গে কোরিওগ্রাফি করেছে ঢাকা ক্যান্টনমেন্ট গালস স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১০০ শিক্ষার্থী। চোখ থাকিতেও অন্ধ যারা তাদের নিয়ে ছিল একটি বিদ্রূপাত্মক গান। গেয়েছেন শিল্পী অর্জুন ও চান্নু। ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদানকারী কয়েকটি গানের অংশ নিয়ে সমবেত যন্ত্রসঙ্গীত। ‘ইত্যাদি’র এ পর্বের দর্শক বাছাই করা হয়েছিল বাংলাদেশ সামরিক বাহিনী ও মুক্তিযুদ্ধকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। এতে অংশগ্রহণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪ জন শিল্পী—ফকির আলমগীর, তিমির নন্দী, শাহীন সামাদ ও বুলবুল মহলানবীশ। যথারীতি মামা-ভাগ্নে ও নানি-নাতির পরিবশেনাও ছিল এ পর্বে। এছাড়া এবারের ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সঙ্কেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File