রাস্তায় হাজার হাজার মানুষ

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ০১ মার্চ, ২০১৩, ১২:০৩:১৯ দুপুর

দক্ষিণ চট্টগ্রামের পথে পথে বেরিকেড সৃষ্টি করেছে বিক্ষুব্ধ জনতা। ভোর হতেই লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের আশপাশের গাছ কেটে রাস্তার উপর ফেলেছেন তারা। সাতকানিয়ার বিওসির মোড় হতে লোহাগাড়ার চুনতী বনামোড়া পর্যন্ত এলাকায় এসব ব্যারিকেড সৃষ্টি হয়েছে। পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালিতেও যান চলাচল স্বাভাবিক নয় বলে জানা গেছে। এর মধ্যে লোহাগাড়া-সাতকানিয়ার অবস্থা খুবই উত্তাল। আল্লামা সাঈদী মুক্তি পরিষদের ব্যানারে বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন গ্রামীণ সড়কেও অবরোধ সৃষ্টি করা হয়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। এসব এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব মোতায়েন রয়েছে।

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File