মানুষ জেগে উঠছে, ফুঁসে উঠছে !

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ৩০ জুন, ২০১৩, ১০:০২:২৩ সকাল



গত বৃহস্পতিবার ফিরছিলাম ফরিদপুর থেকে। পৌনে ৬ টার গোল্ডেন লাইন গাড়িতে উঠলাম, সাথে ডাঃ মাহবুব। এস এস এম সির ২০ ব্যাচ। বৃষ্টিভেজা পথে গাড়ি আসছিল খারাপ না।কিন্তু জ্যামে পরলাম আমীন বাজার থেকে ৩ কিলো দূরে। ১ ঘণ্টায় এলাম ব্রিজের থেকে আধা কিলো দূরে। রাত সাড়ে ১০ বেজেছে ১০ মিনিট আগেই। আর পারলাম না, মাহবুব ও আমি দিলাম হাঁটা। হেঁটে হেঁটে কোটবাড়ির ভিতর দিয়ে হেঁটে আসছি। হটাত খেয়া...ল করলাম প্রায় সব দোকানের সামনে ২০/৩০ জন করে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে টি ভি দেখছে। আমি মনে করার চেষ্টা করলাম কোন খেলা দেখছে? টিভির সামনে এসে দেখি ব্যারিস্টার মওদুদ আহমেদ এর বাজেট বক্তৃতা শুনছে। আমি রিক্সা না পেয়ে হেটেই এলাম।বাসায় এলাম রাত ১১ টায়। বড়ই আশ্চর্যের বিষয় মওদুদ এর পর যেই ঝানু সাংসদ তোফায়েল আহমেদ বক্তৃতা শুরু করলেন, জনগন সব যে যার মত টি ভি দেখা ছেড়ে চলে গেলো।

গতকাল শনিবার বিকাল থেকে আবার টিভির সামনে দেখি খুব ভীড়। ব্যাপার কি? আমি গিয়েছিলাম আজ নীলক্ষেত ও নিউ মার্কেট এ। মেয়েকে দেখতে যাব ওর কিছু কেনা কাটার জন্য, যা মিরপুরে পাওয়া যায় না। যেতে লেগেছে পাক্কা ২ ঘণ্টা আসতে দেড় ঘণ্টা। বিরক্তিকর বৃষ্টি তো ছিলই। ভীষণ মাথা ব্যাথা নিয়ে বাসায় এলোও টিভি খুললাম কিছুটা উৎসুক মনের আগ্রহ মেটাতে। সংসদে বাজেট বক্তৃতা করছেন ম্যাডাম খালেদা জিয়া। মানুষ খুব ভীড় করে দেখছে মনোযোগ সহ। মানুষ এত আগ্রহ নিয়ে এর আগে কখনো সংসদে বক্তৃতা শুনেছে, দেখিনাই।

সবাই বলছে খালেদা জিয়া খুব গোছালো ভদ্র ও মার্জিত ভাষায় বক্তৃতা দিয়েছেন। যা উচিত ও জন আকাংখার প্রতিফলন।

আমি প্রধান মন্ত্রীর বক্তব্য দেখছিলাম। আজ তার সামনে চ্যালেঞ্জ ছিল খালেদার বক্তৃতার বাচন ভংগি, তার সমালোচনার মেলোডির বিপরিতে উনি কি করেন !

হ্যাঁ, শেখ হাসিনার তুলনা একমাত্র শেখ হাসিনাই। তার ইচ্ছেমত সত্য মিথ্যার ফুলঝুরি মানুষকে বিরক্ত করে তুলছে। অনেকেই টিভি ছেড়ে চলে গেলেন। কিছু হেফাজতি হুজুরকে দেখলাম পুরো ভাষণ শুনতে। উনি যখন বললেন আমরা রাতে ঘুমন্ত হুজুরদের তুলে নিয়ে বাস, ট্রেন বা লঞ্চে তুলে বাড়িতে পৌঁছে দিয়েছি।এক হুজুর বলে উঠলেন, 'তাইলে আমার শরীরে গুলি কেন? এত মিথ্যা কেন বলছেন?' আমার দিকে প্রশ্ন করলেন !

আমি বললাম, ভালো করে শুনুন, কোন প্রশ্ন করবেন না।

জনগন কেন এত অস্থির এবং প্রতিক্রিয়া দেখাচ্ছে, কি তাদের মনের ভাষা? সবাই বুঝতে পারে শুধু পারে না আমার প্রিয় ঠোঁটকাটা পি এম !

সত্যি দুঃখ রাখার কোন জায়গা নেই। চোখের সামনে মানুষের এমন নিষ্ঠুর মন্তব্য শুনে শুনে ক্লান্তিতে চোখ বুজে এলো।Shawon

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File