ইন্টারভিউ বোর্ডের টিপস
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ১৭ জুন, ২০১৩, ১২:২৫:০০ রাত
ইন্টারভিউ বোর্ডের টিপস
===============
►ইন্টারভিউ বোর্ডে যা যা করবেন এবং করবেন না◄
==============
ইন্টারভিউ বোর্ডেযা করবেন
---------------------------
1. অবশ্যই কিছুনা কিছু খেয়ে বাসা থেকে বের হবেন।তা না হলে খালি পেটে থাকার জন্য আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে।পেটে বুটবাট শব্দ হবে।
2. যদি অনাকাঙিখত ভাবে মুখে দুর্গন্ধ থেকেই থাকে তবে এলাচ,দারচিনি কিংবা লবঙ্গ মুখে রাখুন তবে সাবধান মুখে এলাচ,দারচিনি কিংবা লবঙ্গ নিয়ে বোর্ডে হাজির হবেন না।
3. সালাম দিয়ে বোর্ডের সামনে যান।
4. সময় বুঝে ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে গুড মর্নিং,গুড আফটারনুন,গুড ইভিনিং বলুন।
5. বসতে বললে শব্দ না কওে চেয়াওে বসুন এবং ধন্যবাদ বলুন।
6. দরকারী সনদপত্র গুলো ফাইলে এমন ভাবে সাজিয়ে রাখুন যাতে দরকার পড়লে হাতড়াতে না হয় এবং ফাইলটিকে আলতো করে টেবিলের উপর রাখুন।
7. কখনো হাচি এলে রুমাল কিংবা টিস্যু মুখে দিয়ে তা করবেন এবং পরনেই দুংখিত বলবেন।
8. ইন্টারভিউয়ার সিগারেট কিংবা নেশাজাতীয় পানীয় অফার করলে তা সবিনয়ে প্রত্যাখ্যাণ করবেন।
9. চেয়ারে হালকা হেলান দিয়ে এবং শিরদাড়া সোজা করে বসবেন।
10. মেয়েরা হাতব্যাগটা চেয়ারের পাশে মাটিতে রাখুন কিংবা চেয়ারে ঝুলিয়ে দিন।ছোট হাতব্যাগ হলে আলতো করে টেবিলের একপাশে রাখুন।
11. কাজটা কি আপনি পারবেন?এ ধরনের প্রশ্ন করা হলে আমি যথাসাধ্য চেষ্টা করব এ ধরনের জবাব দেওয়াই উত্তম।
12. বেরোবার সময় সালাম দিয়ে রোম থেকে বেরোবেন।
ইন্টারভিউ বোর্ডেযা একেবারেই করবেন না
===========================
1. ইন্টারভিউয়ের বোর্ডে হন্তদন্ত হয়ে প্রবেশ করবেন না।
2. বিনা অনুমতিতে বসে পড়বেন না কিংবা চেয়ার টানাটানি কওে শব্দ করবেন না।যদি বসতে না বলে তবে বিনীত স্বরে অনুমতি নিয়ে বসবেন।
3. গালে কিংবা বুকে হাত রেখে বসবেন না কিংবা টেবিলে কনুই রাকবেন না।
4. ইন্টারভিউয়ার সিগারেট ধরানোর লাইটার খুজছেন সে মুহুর্তে আপনি পকেট তেকে লাইটার বের করে দিবেন না।
5. টেবিলে থাকা কোন জিনিস নিয়ে নাড়াচড়া করবেন না।
6. প্রশ্ন করা হলে চুপ থাকবেন না।
7. হাসির কোন প্রসঙ্গ উঠলে বেশি হাসার চেষ্টা করবেন না।
8. চেয়ারে বসে জমিদারী ভঙ্গিতে পা নাড়াছাড়া করবেন না।
9. চাকরীটা আমার হবে কি? এ ধরনের প্রশ্ন কখনোই করবেন না।
10. কাজটা কি পারবেন? এ ধরনের প্রশ্নের জবাবে চট কওে হ্যা,পারব কিংবা না পারার কি আছে এ ধরনের উত্তর দিতে যাবেন না। valo lagle like din ei page e.
http://www.facebook.com/pages/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9A%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%97%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F/222000241271717
বিষয়: বিবিধ
১৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন