মানুষ মরছেই
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ৩০ মার্চ, ২০১৩, ০৯:০৮:৫২ সকাল

মানুষ মরছেই
বাংলায় কথা বলা বাঙালী মরছেই।
মানুষ মরছেই,
বহিঃ পিশাচ নয়;
অভ্যন্তরে জন্ম নেওয়া পিশাচেরা
দিনের পর দিন
মানুষ মারছেই।
আর আমরা রক্তচোষা পিশাচের
পা চেটে চেটে,
বাঙালীর রক্ত
সোনার কাপে করে পিশাচকে…
না! আটকে যায় নি কথা!
লজ্জায় মাথা হেট হয় নি!
রক্ত গরম-
বাঙালীর রক্তে মাখা আমার মা।
আমার মা কেঁদে যায় দিনের পর দিন,
রাতের পর রাত।
অনুরোধ নয়, উপদেশ নয়,
অধিকারের কথা বলছি-
আমার মায়ের ঋণ শুধে তুই পরপারে যাস!
বিষয়: সাহিত্য
১৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন