কোন পথে যাচ্ছে দেশ
লিখেছেন লিখেছেন এস.কে-আসলাম ৩০ মার্চ, ২০১৩, ০৮:২৬:২৮ সকাল
আমাদের দেশটা কোন পথে এগোচ্ছে।যে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশটাকে এগোতে চেয়েছিলাম তা কি পারছি.?কেন পারছি না?এই ব্যর্থতা কি আমাদের ঘাড়ে এসে পড়ে না?আমরা কি ইতিহাস থেকে পালিয়ে বাচতে পারবো?কি জবাব দেব আগামী প্রজম্মকে।যারা একাত্তরে যুদ্ধাপরাধ করছে তাদের বাচানোর জন্য মায়া কান্নায় বিভোর আমরা.কি স্বপ্ন নিয়ে মুক্তি কামী মানুষ একাত্তরে মরলো তা আমরা মনে করি না.আর ১0বছর পর তো বাংলাদেশের অনাগত শিশুরা জানবেই না আমাদের গৌরবময় স্বাধীনতা যুদ্ধের কথা।তারা জানবে হেফাজত নামের জামাতী প্রতাত্তাদের কথা।আপনি কি চান যে সবাই আমরা রাজাকার হই।যদি না হই তাহলে আসুন আমরা দেশটাকে সঠিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাই.....
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন