বাংলাদেশে ব্লগ সাইটগুলোর জনপ্রিয়তা হ্রাসের কারণ
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৯:০৭ সকাল
প্রথম আলো ব্লগ বন্ধ হয়ে যাবার কথা থাকলেও এখনো হয় নি। তবে কয়েক ঘন্টার মধ্যে বন্ধ হবার সম্ভাবনা আছে। প্রথম আলো ব্লগ বন্ধ হবার বিজ্ঞপ্তিতে একটা বিষয় লেখা হয়েছে, বিভিন্ন কারণে বাংলাদেশের ব্লগ সাইটগুলোর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এই কথার দুইটি দিক থাকতে পারে।
১। কথাটি সত্য
২। কথাটি মিথ্যা
কথাটি সত্য। আলবৎ সত্য। তবে প্রথম আলো যে কারণগুলো দেখিয়েছে সেই কারণে নয়।
সে কথায় পরে আসছি, গত এক সপ্তাহের ব্লগ গবেষণায় আমি অবাক হয়ে দেখলাম, সামহোয়্যার ইন ব্লগ তার জনপ্রিয়তা হারাতে বসেছে। জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে এখন ‘টুডে ব্লগ’ তারপর ‘শব্দনীড়’। সামহোয়্যার ইন ব্লগের এই জনপ্রিয়তা হ্রাসের কারণ হিসেবে আমি সাইটের ডিজাইনকে দায়ী করছি। একটি নতুন পোস্ট পাঠকদের কাছে পৌঁছাতে অনেক বেগ পেতে হয়। আর সাইটের উপরে চাকচিক্যময় মেয়েদের ছবি বিশিষ্ট বিজ্ঞাপন হয়তো লেখক ও পাঠকদের কাছে ভালো লাগে নি। সামহোয়্যারের হোমপেজ ওপেন করলে এখন আর চোখের সামনে লেখা আসে না, আসে কোন না কোন মেয়ের ছবি। অনেক আগ থেকেই সামহোয়্যারের সাইট ডিজাইনটা লেখক বান্ধব মনে হতো না আমার। আশা করি তারা তাদের পথ খুঁজে নেবে। এদিকে শব্দনীড় ব্লগ একটি কাব্যময় ব্লগ, লেখক সংখ্যা কম থাকলেও পাঠক-সমালোচক এখানে আছে।
তবে আমার আলোচনার বিষয় আজ ওসব নয়। আজকের বিষয়, কি কারণে ব্লগ সাইটগুলো জনপ্রিয়তা হারাচ্ছে। কোন একটি জিনিস তার জনপ্রিয়তা হারাতেই পারে, তাই বলে তার জনপ্রিয়তা আর বাড়বে না তা নয়। আমাদের জনপ্রিয়তা হ্রাসের কারণগুলো খুঁজে বের করতে হবে এবং তার সমাধান বের করতে হবে। নিচে তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
১। স্মার্টফোন নির্ভর বাঙালি:
এখনকার যুগ ল্যাপটপ অথবা ডেস্কটপের যুগ নয়। এখনকার যুগ স্মার্টফোনের যুগ। তবে অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে বাংলাদেশের ব্লগ সাইটগুলোর কোন এপ্লিকেশন বা প্রোগ্রাম নেই। আমি নিজেও মাঝে মাঝে এই সমস্যার সম্মুখীন হই। স্মার্টফোনে লেখা প্রকাশ উপযোগী এপ্লিকেশন তৈরী করতে হবে। স্মার্টফোন এপ্লিকেশন তৈরী সম্ভব হলেই কেবল বাংলাদেশের ফেসবুকিও লেখকদের ব্লগে অন্তুর্ভুক্ত করা যাবে।
২। ব্লগ কি বুঝাতে ব্যর্থতা:
ব্লগ সাইটগুলো কি এবং কি করে যাচ্ছে ব্লগ সাইটগুলো এটা বুঝাতে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। সুতরাং নতুন লেখকরা ব্লগে আসছে না। যারা ব্লগ লিখতেন তারাই ঘুরে ফিরে আসে এক ব্লগ থেকে আরেকব্লগে এক নিক থেকে আরেক নিকে।
৩। লেখকদের প্রতিষ্ঠায় ব্যর্থতা:
লেখকদের লেখার প্লট সৃষ্টি করলেও লেখক হিসেবে প্রতিষ্ঠিত করার কোন পরিকল্পনা ব্লগ সাইটগুলোর নেই। ব্লগের লেখক-পাঠকদের সম্মান তৈরী করতে সম্পূর্ণ ব্যর্থ ব্লগ সাইটগুলো। এ বিষয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা হয়েছে, প্রকাশকরা ব্লগের লেখকদের এবং পাঠকদের মূল্যায়ন করে না। এই সমস্যার সমাধান না হলে লেখকদের ব্লগে আসার অর্থ আছে বলে মনে করি না।
এগুলো করা কঠিন কাজ নয়। এই তিনটি বিষয়ের সমাধান নিয়ে কথা হবে আরেক দিন।
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো আপনার বিশ্লেষণধর্মী লেখাটি।
আপনি যে কারণগুলো দেখিয়েছেন ব্লগকে আরো প্রানবন্ত এবং কার্যকর করে তুলতে পারবে- আশা করবো ব্লগ কতৃপক্ষ সে অনুযায়ী পদক্ষেপ নিবে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
বিশ্লেষণধর্মী গুরুত্বপুর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করায় ধন্যবাদ অজস্র।প্রদত্ব পরামর্শ ও উপস্হাপনার সাথে একমত পোষণ করছি এবং বিশেষ করে ব্লগ সম্পাদকদের মনোযোগ কামনা করছি।
মহান রব সহায় হোন.....।
এই যে, এটা আমার আশফাক।
আর সামু হচ্ছে নাস্তিকদের ব্লগ তাই লোক নাই।
আমাদের নিজেদের একটা দায়িত্ব থাকা উচিত।সেটা পালন করছি কি না।
১-কোন কিছুর পেছনে লেগে না থাকলে লক্ষ্য অর্জন হয়না। ব্লগারদের একটি বৃহত অংশ এটিকে গুরুত্বপুর্ন মনে করেনা। মন চাইল লিখলাম। একটু ব্যস্ততায় হারিয়ে গেলাম। এমন অনেক ভাল লেখককে দেখেছি হারিয়ে যেতে।
২-লেখক তার সঠিক মর্যাদা পায়না। মডুরা যেন এ বিবেচনায় সমস্যা কিংবা অজানা কোন বাধ্যবাধকতায় ভোগে, ব্লগাররাও মেয়ে ব্লগারদের কিংবা পরিচিতদের জন্য কমেন্ট দিয়ে চলে যায়।
৩-লিখতে লিখতে লেখক হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ নেই বলে একসময় বিদায় নিতে হয়।
৪-সব মতাদর্শের মাঝে জিরো টলারেন্সের কারণে অন্য পক্ষকে পুরো ঘায়েল করে রাখা।
৫- সর্বোপরী সরকারের রোষানলও এর জন্য দায়ী।
মডুদের সমস্যা
১- একটা ব্লগ চালাতে হলে যে পরিমান টাকা খরচ হয়, তা কেথ্তেকে আসবে। মডুরা এ ব্যাথাটা কাউকে বলতেও পারেনা। যার কারণে যে পরিমান লোকবল দরকার একটি ব্লগকে শক্তিশালী করার জন্য যেমন যাচাই বাচাই, মুল্যায়ন, উত্তরোত্তর বৃদ্ধি ইত্যাদি তা পারেনা বলে ব্লগাররা রাগ করে বিদায় নেয়। কিন্তু পেছনের কথাটা কেউ চিন্তাই করেনা।
বেচে থাকার উপায়
ব্লগের মুল প্রাণশক্তি ব্লগার। সৃজনশীল এ সাহিত্য কর্মকে বাচিয়ে রাখার জন্য ব্লগারদের এগিয়ে আসতে হবে। এটিকে আরও ক্রিয়েটিভ করার জন্য প্রয়োজনে ব্লগাররা মডুদের সাথে সম্পর্ক তৈরী করবে। ব্লগারদের লিখক হিসেবে প্রতিষ্টিত করার জণ্য ঐক্যবদ্ধতা ছাড়া এটি মাঝিহীন নৌকার মতই চলতে থাকবে।
ধন্যবাদ। অনেক বড় হয়ে যাবে। তাই এ পর্যন্ত।
মন্তব্য করতে লগইন করুন