যে গান আজ মনে পড়ে

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৫ আগস্ট, ২০১৩, ০১:০০:২২ রাত

কোন একদিন

আমায় তুমি খুঁজবে

সেইদিন ওগো প্রিয়ে

আমার ভালোবাসা বুঝবে ...

এখন তোমার আর

আমাকে নেই কোন প্রয়োজন

চারদিকে ঘিরে আছে

তোমার কত শত প্রিয়জন

ফেলে আসা দিন যবে

কাঁটা হয়ে প্রাণে বিঁধবে তোমার প্রিয়জন

থাকবে না যখন পাশে

যৌবন যদি গো চলে যায় কোনদিন

সে কি আর ফিরে আসে

মরনের পরপারে

যদি গো কখনো দেখা হয় সেদিনও দেখিবে তুমি

আছো জুড়ে মোর এ হৃদয়

আঁখিজল তবু চোখে...

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File