বিজেপির স্পর্ধা

লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ১৮ মার্চ, ২০১৩, ১০:৩৬:১১ রাত

ভারতের উগ্রবাদী বিজেপি নাকি ঢাকা অভিমুখে লংমার্চ ডেকেছিলো। শুনে তাজ্জবে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। ঢাকা কি ওদের বাপের তালুক! কই, আসাম দাঙ্গার সময় আমরা তো দিল্লি যেতে চাইনি। আমাদের শত শত ভাই ওখানে নিহত হয়েছেন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। সাথে তাল রেখে চলছিলো উগ্র বিজেপির নিপীড়িত মুসলমানদেরই দোষারোপ করে উস্কানিমূলক বক্তব্য। বাংলাদেশে গত কয়েকদিনের বিশৃঙ্খলায় কিছু হিন্দু মন্দিরে হামলা হয়েছে ঠিকই, কিন্তু একজন হিন্দুও তো আহত নিহত হয়নি। হিন্দুদের দোষারোপ করে কোন বক্তব্য কি এসেছে? হামলা ভাংচুরের পরপরই ইসলামপন্থীরা সহ সবাই সহানুভূতি সহমর্মিতা নিয়ে এগিয়ে এসেছে। ওনারা লাফাচ্ছেন- ঢাকা আসবেন। এত স্পর্ধা কেন? চামচারা গদিতে বসে আছে দেখে? ধুতির কাছা ভাল করে বেঁধে সীমান্ত পার হয়ে কয়েক কদম হেঁটে দেখেন, সিদ্ধি-শরবতের নেশা কেটে যেতে সময় নেবে না।

বিষয়: রাজনীতি

১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File