বিবিসির অভদ্র আচরণ
লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ১৫ মার্চ, ২০১৩, ০২:০৩:১০ দুপুর
হেফজতে ইসলামের প্রতিরোধের মুখে চট্টগ্রামে শাহবাগীদের সমাবেশ ব্যর্থ হয়েছে। অন্যান্য বিভাগে সমাবেশের পরিকল্পনা প্রশ্নের মুখে পড়েছে। এটা নিয়ে ইসলাম বিরোধী শক্তির গা জ্বালার শেষ নেই। গতকাল বিবিসির প্রবাহে মাসুদ হাসান খান জুনায়েদ বাবুনগরীর সাথে যেভাবে যে ভাষায় কথা বললেন, শুনে বিস্মিত এবং মর্মাহত হয়েছি। পুলিশী জেরার মত বৃদ্ধ মাওলানাকে বারবার প্রশ্ন করা হচ্ছিলো, নাস্তিকদের ব্লগ তিনি পড়েছেন কিনা। একজন বৃদ্ধ মাওলানা কেন ব্লগ পড়তে যাবেন বোঝা গেলো না। বিএনপি আওয়ামী লীগের যেসব নেতারা ব্লগ ফেসবুক নিয়ে পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন, তাঁরা কি ব্লগ পড়ে মন্তব্যগুলো করছেন? মাসুদ হাসান খানের অন্যান্য প্রশ্নেও শিষ্টাচারের যথেষ্ট অভাব লক্ষ করা গেছে। এদের মনের বিদ্বেষ এত প্রকট যে কথা বলার সময় সাংবাদিকসুলভ স্বাভাবিক ভদ্রতাও এদের ভাষা থেকে হারিয়ে যায়।
বিষয়: রাজনীতি
১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন