আলো আঁধারের ছায়......

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ৩০ নভেম্বর, ২০১৪, ০২:১৩:৪৭ দুপুর



আমার পড়াশোনার বিষয়টিই এমন যে ভালো কথার চেয়ে মন্দ কথাই বেশি শুনতে হয় আমাকে। সুখের চেয়ে জীবনে বিরাজমান দুঃখের কথাই বেশি জানতে হয়। আনন্দময়তার চেয়ে বেদনাক্ত গল্পগুলোই আগে কড়া নাড়ে আমার দ্বারে এসে। মানুষের ভেতরের আলোকময়তার চেয়ে অন্ধকারাচ্ছন্নতাই বেশি উন্মোচিত হয় আমার সামনে। বলা হয়, কোন জিনিস যখন সচারচর সংঘটিত হয় মানুষ সেটার সাথে অভ্যস্ত হয়ে যায়। একসময় সেই জিনিসটা মানুষের মনের আর তেমন করে প্রভাব ফেলতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে কেন জানি না আমার সাথে এমন হয়নি। এখনো কারো কষ্টের কথা শুনলে, দুঃখের কথা জানলে, বেদনাক্ত চেহারা দেখতে, অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে অনুভব করলে খুব বেশি কষ্ট হয়। এমন মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে! তাদের পানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছে করে! যে গোলকধাঁধায় তারা ঘুরপাক খাচ্ছে সেখান থেকে বের করে নিয়ে আসতে ইচ্ছে করে। অন্ধকারে নিমজ্জিত মনগুলোকে অভয় দিয়ে বলতে ইচ্ছে করে, এই তো আরেকটু এগোলেই পেয়ে যাবে আলোর সন্ধান। ধৈর্য্য ধরে রেখে কদম সামনে বাড়াও। উঁচু নীচু পথ দেখে ভয় পেয়ো না। দূর থেকে দেখছো তো তাই এমন মনেহচ্ছে। যখন চলতে শুধু করবে নিজের অজান্তেই দেখবে পথের সাথে তাল মিলিয়ে, সব বাঁক পেড়িয়ে ঠিকই এগিয়ে যাচ্ছো গন্তব্য পানে ইনশাআল্লাহ।

‘নানান প্রতিকূলতায় জীবনের পথ যখনই লাগবে খুব দুর্বোধ্য, রাখবে মনে আলো আঁধারের মাঝে আলো সর্বদা অপ্রতিরোধ্য’। এই কথাটা চলার আমি সবসময় মনে রাখতে চেষ্টা করি। তাই যখনই কোন কারণে চোখের সামনে হঠাৎ আঁধারের পর্দা নেমে আসে। নিজেই নিজেকে বোঝাতে চেষ্টা করি এই আঁধার ক্ষণস্থায়ী রূপে এসেছে। কেননা আলোকে বেশীক্ষণ আড়াল করে রাখার ক্ষমতা আঁধারের নেই। আমার কাছে যখনই কেউ কোন সমস্যা নিয়ে আসে একথাটাই বোঝাতে চেষ্টা করি। কিন্তু অনেক সময় কেউ কেউ এত বেশি বেদনাহত থাকেন তাদেরকে বোঝাতে গেলে বোঝেন তো নাই, উল্টো ভয়াবহ রকম উত্তেজিত হয়ে যান। কোন কথা বলার সুযোগ না দিয়ে মনের সব রাগ ঝেড়ে গটগট করে উঠে চলে যান। ও হ্যা যাবার সময় স্বশব্দে দরজা বন্ধ করতে ভুলেন না। আমার সাথে এমন যে ক’বারই হয়েছে দরজা বন্ধের শব্দে চমকে উঠেছি ভীষণ ভাবে। মনেহয়েছে ঠিক এতটাই প্রচন্ডতার সাথেই সেই ব্যক্তি তার মনের দরজাটাও বন্ধ করে দিলেন। এরফলে না তার ভেতর থেকে বদ্ধ বাতাস বেড়িয়ে আসতে পারবে, না বাইরে থেকে বিশুদ্ধ বাতাস ভেতরে প্রবেশ করতে পারবে। যারফলে গুমোট পরিবেশে দমবন্ধ করা এক অস্বস্থিতে কাটবে তার সময়। যা তাকে আরো নাজুক ও দুবর্ল করে তুলবে সমস্যার মোকাবিলায়।

এমন মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করলেও, তাদের কষ্টগুলোকে মমতার পরশ বোলাতে চেষ্টা করলেও তারা কাউকে সেই সুযোগ দিতেই নারাজ থাকেন। বিদ্বেষে তাদের মনের পেয়ালা এতটাই টইটুম্বুর থাকে সেখানে মমতা মাখা শব্দরা পড়া মাত্র গড়িয়ে বাইরে বেড়িয়ে যায়। জায়গা করে নিতে পারে না কোমল ভালোবাসা। ঘৃণার আগুনের তাপে গলে যায়। ঘৃণার এমন দহন ক্ষমতা দেখে বুক কেঁপে ওঠে। কাছে যেতে চাইলে আমাকেই না জ্বলসে দেয় ঐ আগুন সেই আতঙ্ক ঘিরে ধরে মনকে। বাবা বলেছিলেন, ক্ষেতে কৃষক যে বীজ বোনে সেই ফসলই ঘরে তোলে। ঠিক তেমনি মানুষের মনেও তুমি যা বুনবে তাই ফিরে পাবে। আমার নিজ অভিজ্ঞতায় মনের ব্যাপারে বাবার কথাটা অবশ্য সবসময় সত্য বলে প্রমানিত হয়নি। ভালো কিছু বোনার পরেও অনেক সময় একদম বিপরীত কিছু ফিরে পেতে হয়েছে অনেক মনের কাছ থেকেই। একসময় ব্যথিত হতাম খুব এটা নিয়ে। মনেহতো আমি এত ভালো ব্যবহার করছি তাহলে মানুষ কেন আমাকে কষ্ট দেয়? কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি যে, অনাবাদী জমির মত কিছু কিছু অনাবাদী মনও আছে। সেইসব মনে যত ভালো কিছুই বোনা হোক না কেন অনুর্বরতার কারণে অবিকশিতই থেকে যায়। যার ফলে উত্তম কিছু ফিরে আসার কোন সুযোগই থাকে না। আবার কত সময় প্রাকৃতিক দুর্যোগ যেমন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে উর্বর জমিরও তো ব্যর্থ হয় ফসল ফলাতে। তেমন প্রাকৃতিক দুর্যোগের স্বীকার তো মানুষের মনকেও হতে হয় অনেক সময়। তাই দোষ-গুণ যাচাই বাছাই ইত্যাদি ঝামেলাতে এখন আর যেতে চাই না। ভালোটা দিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। কারণ উত্তম প্রতিদান দেবার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। প্রতিদান একমাত্র তাঁর কাছেই আশা করা উচিত।

কিন্তু মনখারাপের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি না। এমন মানুষগুলোর জন্য কিছু করতে না পারার ব্যর্থতা মনকে খুব ব্যথিত করে। এমন মানুষদের প্রতি আমার কখনোই ঘৃণা বা রাগ হয় না। দয়া বা করুনাও হয় না। আমার মায়া হয়। খুব খুব বেশি মায়া। কারণ নিজের স্বল্প জ্ঞান থেকে এইটুকু অন্তত জানি ও বুঝি যে, ব্যক্তি জীবনের তিক্ততা এই মানুষুগুলোকে এমন তিক্ত বানিয়ে দিয়েছে। তাদের মনের তিক্তরার বিষ এমন ভাবে ছড়িয়ে গিয়েছে যে তারা না চাইলেও তাদের ভেতর থেকে বেড়িয়ে আসে বিষবাস্প। নিজ জীবনের নেতিবাচক অভিজ্ঞতা কারো ভেতরের ইতিবাচকতাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে বলেই একজন মানুষ কোনকিছুর ভেতর থেকেই ইতিবাচক কিছু খুঁজে নিতে পারে না। কোন এক কোনায় যদি এক বিন্দু নেতিবাচক কিছু থাকে সেটা খুঁচিয়ে বের করে তিলকে তাল বানিয়ে ফেলে। সুন্দরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা কতোটা ভয়াবহ একটা ব্যাপার হতে পারে? ভাবতে গেলেই আমার দমবন্ধ করা অনুভূতি হয়। কারো মনের বিশ্বাসের প্রদ্বীপ যখন নিভে যায়, সে আলোর মাঝেও অন্ধকার দেখবে এটাই তো স্বাভাবিক। আমার তাই সেই মানুষগুলোর উপর রাগ হয় যাদের কারণে একজন মানুষ ডুবে যায় আঁধারের চোরাবালিতে।

এজন্যই আসলে কেউ আমাদের যতই আপন বা প্রিয় হোক না কেন, তাকে এতখানিক ক্ষমতা দেয়া ঠিক না যাতে সেই ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে নিভিয়ে দিতে পারে মনের প্রজ্জলিত আলোক শিখাকে। ভাইয়া একদিন আমাকে বলেছিলেন, আমাদের ভাগ্য কিন্তু শুধু আমাদের কর্মফল দ্বারাই নির্ধারিত হয় না। অন্যের কর্মফলের প্রভাবও এতে পড়ে। এটাও এক ধরনের পরীক্ষা। তাই নিজের সাথে সাথে আশেপাশের মানুষের দিকেও সতর্ক দৃষ্টি রাখা উচিত। এই কথাটির সত্যতা আমিও অনুভব করি প্রায়ই। যখন দেখি আমার কোন ভূমিকাই নেই অথচ অন্যের কারণে কখনো আমার জীবন খুব বেশি জটিল হয়ে যাচ্ছে, আবার কখনো অনেক সহজ ও সুন্দর। তাই আমিও মনে করি নিজের সাথে সাথে অন্যের দিকেও সতর্ক দৃষ্টি রাখা জরুরী। কিন্তু এর অর্থ এটা নয় যে, না জানি কি হয় সারাক্ষণ এমন আতংকে থাকা। সারাক্ষণ অন্যের পেছনে লেগে তার ভালো কাজগুলোকেও অবমূল্যায়ন করার চেষ্টা করা। সারাক্ষণই সুন্দরের পেছনের নিশ্চয়ই কুৎসিত কিছু লুকায়িত আছে সেই দ্বিধা দ্বন্দ্বে ভোগা। হ্যা অন্যের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। কিন্তু সেটা নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে। কিভাবে অন্যের নিন্দা ও সমালোচনা করা যায় সেই সুযোগের অনুসন্ধানের উদ্দেশ্যে নয়। চিন্তা ও সতর্কতার দ্বারা জীবনকে সহজ ও সুন্দর করার ইচ্ছাটাকে আমি যতটা সাপোর্ট করি। দুশ্চিন্তা ও অতি সতর্কতার দ্বারা নিজেই নিজের জীবনকে জটিল করে তোলাটাকে ততটাই অপছন্দ করি। ভাগ্যে কি আছে তা তো কারোই জানা নেই। ভবিষ্যৎও অজানা। যা ঘটার তাই ঘটবে। সুতরাং কেন অকারণ দুশ্চিন্তা? কেন অহেতুক অন্যের দিকে আঙ্গুল প্রদর্শন। একজন্য কি আমলনামায় পূন্যের পাল্লা ভারি হবার কোন সম্ভাবনা আছে? নাকি ধারণা নামক মিথ্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনাই বেশী এতে? ভাবে দেখা উচিত আসলে আমাদের!

তাছাড়া আমাদের জীবনের কিছু সিদ্ধান্ত আমরা নিজেরা নেই। এবং আল্লাহর ইচ্ছাতে সেগুলোর বাস্তবায়ন সম্ভব হয়। কিন্তু জীবনে সংঘটিত কিছু সিদ্ধান্তের উপর আমাদের কোন হাত থাকে না। কোন পছন্দ-অপছন্দ বা মত প্রকাশের অপশন থাকে না। কারণ সেই সিদ্ধান্ত গুলো আল্লাহ রাব্বুল আলামীন আমাদের জন্য নেন। সেগুলোই আমাদের নিয়তি। আপাত দৃষ্টিতে কল্যাণকর মনে না হলেও নিয়তির প্রতিটি সিদ্ধান্ত আমাদের জন্য কোন না কোন ভাবে কল্যাণই বয়ে আনে।এমন সিদ্ধান্তগুলোকে চুপচাপ মেনে নেয়াটাকেও তাই দূরদর্শিতা মনেহয় আমার কাছে। এভাবে ভাবলে ও মেনে নিলে মনেও অনেক শান্তি পাওয়া যায়। এবং অন্যেকে দোষারোপ করা থেকেও নিজেকে ব্যহত করা সম্ভব হয়। মন সম্পর্কে কিছুটা জ্ঞান রাখি বলেই হয়তো মন শান্ত থাকার প্রয়োজনীয়তা একটু বেশিই গুরুত্বের সাথে দেখি। আর ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা মনকে শান্ত রাখার সবচেয়ে সহজ ও ফলপ্রসূ ফর্মূলা যেটা পেয়েছি সেটা হচ্ছে, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর চেয়ে বেশি কেউ আমাকে জানেন না। এমনকি আমি নিজেও না। তাই এমন কোন বোঝা আল্লাহ আমার উপর চাপাবেন না যা বইবার সামর্থ্য বা যোগ্যতা আমার নেই। আমি মনে প্রাণে আরো বিশ্বাস করি আমাকে ঘিরে আবর্তিত প্রতিটি দুঃখ-কষ্ট-বেদনা-অপ্রাপ্তি আমার জন্য এক একটি পরীক্ষা। যা আমার জন্য অদূর ভবিষ্যতে কল্ল্যাণকর কিছুতেই রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।

কৃতজ্ঞতাঃ সন্ধ্যাতারা আপুজ্বিকে। আপুজ্বির সাথে কথা বলার পর মনের ভেসে উঠেছিল অতীতের সেই অতি প্রিয় ব্লগ আঙিনা। যেখানে এসে আমি পেয়েছিলাম অসাধারণ কিছু মনের সন্ধান। কোন না কোন ভাবে যারা প্রত্যেকেই এখনো জড়িয়ে আছেন আমার জীবনের সাথে। আলহামদুলিল্লাহ। Happy

বিষয়: বিবিধ

২২০২ বার পঠিত, ৫৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289881
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
লজিকাল ভাইছা লিখেছেন : দ----খ----ল ।দিলাম ।
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
233816
আফরোজা হাসান লিখেছেন : ঠিকআছে দখল মানিয়া নেয়া হইলো। Smug
289883
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫
সন্ধাতারা লিখেছেন : Chalam apuji. I do feel great to see your presence after long time. I keep my inner love, respect and affection to you apuji. I do appreciate your outstanding writing. Jajakallahu khair.
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
233817
আফরোজা হাসান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ..Happy
আপুজ্বি আপনার সাথে কথা বলার পরই আবারো ইচ্ছে জাগলো ব্লগে আসার। অনেক অনেক শুকরিয়া আপি। বারাকাল্লাহু ফীক। Love Struck Love Struck
289885
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
ভিশু লিখেছেন : ভীষণ অপ্টিমিস্টিক লেখা। ভারসাম্যপূর্ণও বেশ। সেদিন এক হাদিসে পড়েছিলাম, সম্পর্ক সুরক্ষা মানে সেটি নয় যে, কেউ তোমার সাথে ভালো ব্যবহার করছে, আর তুমিও তাঁর সাথে সুন্দর আচরণ করছো। সম্পর্ক রক্ষা করা হলো সেটি > যেখানে কেউ নিষ্ক্রিয়, সাড়াহীন কিংবা প্রত্যাখানকারী, এমনকি দুর্ব্যবহারকারী - তাঁর সাথে তুমি সদাচরণের মাধ্যমে সম্পর্ক রক্ষা করে চলেছো। খুব-খুব ভাল্লাগ্লো আপুজ্বি আপনাকে দেখে... Happy অন্য সব্বাইকেও ১টু আসতে বলুন্না প্লিজ... Sad ভাল্লাগছেনা ১দম... Broken Heart ওন্নেক শুকরিয়া জানবেন শ্রদ্ধেয়া আপুজ্বি... Praying Good Luck Rose
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
233819
আফরোজা হাসান লিখেছেন : জ্বি এই হাদীসটি আমার ভীষণ প্রিয়। খুব বলি পেশেন্ট এবং স্টুডেন্টদেরকে। আলহামদুলিল্লাহ আমারো খুব ভালো লাগছে আবারো ব্লগ আঙিনাতে সবার সাথে মিলিত হতে পেরে। অনেক অনেক শুকরিয়া। Happy
289887
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০০
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আফ্রুউউ.... তুমি সত্যিই পোষ্ট দিয়েছো??!! Surprised Surprised তুমি তাহলে সত্যিই বাধ্য মেয়ে হয়ে গিয়েছো?? Thinking Thinking কি লিখেছো পড়িনি। ঘুম থেকে উঠে পড়বো ইনশাআল্লাহ। Big Grin Big Grin Bee Bee Big Hug Big Hug Cheer Cheer Cook Cook Skull Skull
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৮
233703
লজিকাল ভাইছা লিখেছেন : আপু আপনি ও দেখি আমার মত, ফাঁকি দিচ্ছেন। যাক আগামি কাল ছুটি আছে, তাই প্ল্যান করেছি প্রথমে আপনার সমস্ত লিখা গুলো পড়ব, তার পর আফরা আপু , তার পর রেহনুমা আপু এবং শেষে ডঃ সাইকো আপুGood Luck Good Luck Good Luck Good Luck
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪০
233820
আফরোজা হাসান লিখেছেন : Smug Smug Smug Tongue Tongue Tongue Love Struck Love Struck Love Struck Angel Angel Angel
289894
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
ভিশু লিখেছেন : এই (পাঁচ) নং স্পেসটি রোজা আপুজ্বিকে ফুল-পাতা-চা-কফি-হাতুড়িসহ আনুসাঙ্গিক আরো সব ক্রোকারিজ এবং যন্ত্রপাতি দিয়ে বরণ করার জন্য বরাদ্দ দেয়া হলো।
- আদেশ ক্রমে =
স্বাক্ষর @# (অস্পষ্ট) +?/=
Cool
বিডি ব্লগ মিউনিসিপ্যাল কর্পোরেশান কর্তৃপক্ষ।
[নিয়মিত কর পরিশোধ করুন, আপনার ব্লগ পরিচ্ছন্ন রাখুন]
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
233626
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আফ্রু তোমার প্রিয় আদা, লেবু আর মধুর সংমিশ্রণে তৈরি চা... Love Struck




- আদেশ ক্রমে = কে Time Out Time Out



৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
233634
ভিশু লিখেছেন :
গিফট অর্ডার দেয়া হৈসে, বানানো হচ্ছে...ওয়েট প্লিজ... Happy Good Luck Rose
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
233637
ভিশু লিখেছেন :
আর্ড়ো অর্ডার...
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
233638
ভিশু লিখেছেন :
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
233639
ভিশু লিখেছেন :
কাজ চলছে... Happy Good Luck
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
233640
ভিশু লিখেছেন :


... Drooling Eat Rose Bee
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
233641
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : চা চেয়ে একটু চাঙা হয়ে নিয়ে আবার কর্মক্ষেত্রে ঝাপিয়ে পড়ুন...Happy

৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
233644
ভিশু লিখেছেন : খুব মজার চা। থ্যাংকিউ। হি হি হি...Angel Tongue I Don't Want To See
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
233726
নুজহাত রায়হান নুহেরি লিখেছেন : লাঞ্চের সময় হয়ে গিয়েছে এখন মামণি স্যালাড খাবে। Eat


৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
233733
ভিশু লিখেছেন : Surprised এখনও অ্যাত্তো ডায়টিং?!? Worried
Skull
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
233744
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : এখনও অ্যাত্তো ডায়টিং?!? বলে আপনি কি বোঝাতে চাইছেন? Waiting Waiting আমাদের ডায়েটিং করার বয়স নেই? কুড়িতে মেয়েরা বুড়ি। আমরা দেড় কুড়ি মানে দেড়বুড়ি??!! Frustrated Frustrated Time Out Time Out
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
233748
ভিশু লিখেছেন : হা হা হা...Tongue
বুড়িবু...বুড়িপ্পি...বুড়িজ্বি...Rolling on the Floor Don't Tell Anyone
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৩
233821
আফরোজা হাসান লিখেছেন : পুলি পিঠা বলে মনেহয় ঐ সাদা পিঠাটাকে। আমি শুধু ঐটা, চা আর আমার কন্যার দেয়া স্যালাড খাবো। বাকি খাবার সবাইকে নিজ দায়িত্বে নিয়ে খেয়ে নেবার অনুরোধ করা হচ্ছে। Tongue
এত্তোগুলা শুকরিয়া সবাইকে। Angel Angel
289909
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৩
233823
আফরোজা হাসান লিখেছেন : শুকরিয়া। Happy শুভকামনা রইলো। Good Luck Good Luck
289917
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৭
অবাক মুসাফীর লিখেছেন : লেখাটার একটা ভাইটাল পয়েন্ট হল সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা। মনটাকে সুস্থ রাখার জন্‌য এটা খুব জরুরী।
.
আপনি প্রথমে কি সাইকোলজী বিষয়টা সম্পর্কে বললেন?
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৪
233682
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : জ্বি সাইকোলজি সম্পর্কেই বলেছে। লেখিকা একজন সাইকো মাস্টার। Big Grin
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৭
233702
অবাক মুসাফীর লিখেছেন : Dhonnobad ...
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
233835
আফরোজা হাসান লিখেছেন : জ্বি মনটাকে শান্ত রাখার জন্য সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখার কোন বিকল্প নেই। জ্বি আমি সাইকোলজির কথাই বলেছি। ধন্যবাদ আপনাকে। Happy
৩০ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৪
233847
অবাক মুসাফীর লিখেছেন : সেই একটা বিষয়!! এর কোনো বই পড়লে আসে পাশের সবাইকে মাথা নষ্ট বলে মনে হয়।
289936
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৩
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ¨আল্লাহ্‌ কোন আত্মাকে তার সাধ্যের অতীত ভার অর্পন করেন না । প্রতিটি সৌভাগ্য যা সে লাভ করে তা তারই অর্জন, এবং প্রতিটি দুর্ভাগ্য যা সে ভোগ করে তা তারই অর্জন। [প্রার্থনা], "হে আমাদের প্রভু ! যদি আমরা ভুলে যাই অথবা বিভ্রান্ত হই তুমি আমাদের দোষ নিও না। হে প্রভু ! আমাদের উপর সেরূপ ভার অর্পণ করো না, যেরূপ তুমি আমাদের পূর্ববর্তীগণের উপরে অর্পণ করেছিলে। হে আমাদের প্রভু ! এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করে দাও, এবং আমাদের ক্ষমা কর, আমাদের প্রতি অনুগ্রহ কর। তুমিই আমাদের রক্ষাকর্তা। যারা ঈমানের বিরুদ্ধে দাঁড়ায় তাদের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর।" (সূরা বাকারাহ-২৮৬) Praying Praying Praying Praying

অনেকদিন পর তোমার লেখা তোমার ব্লগে পড়িয়া অত্যাধিক আনন্দ অনুভব করিতেছি। Bee Bee Love Struck Love Struck Star Star Rose Rose


৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
233723
ভিশু লিখেছেন : সাইলেন্স প্লিজ...Don't Tell Anyone
এখানে মন্তব্য জমা দিন, দিতে থাকুন। সম্মানিত লেখক সামান্য ব্যস্ত, পাসওয়ার্ড রিসেট করছেন মনে হয়। পরে আপনাদের সহৃদয় জবাব দেয়া হবে। প্রাথমিকভাবে ধন্যবাদ নিন।
Loser প্রচারেঃ পোস্ট কর্তৃপক্ষ...Don't Tell Anyone
৩০ নভেম্বর ২০১৪ রাত ১০:০১
233837
আফরোজা হাসান লিখেছেন : কিন্তু আমার কেন জানি না আমার লেখা তোমার ব্লগেই বেশি ভালো লাগে। Tongue এটা শুধুমাত্র প্রিয় এক আপুর প্রতি সম্মান প্রদর্শন। নয়তো আমার লেখা তোমার ছিল তোমারই থাকবে ইনশাআল্লাহ। Smug
অনেক অনেক ভালোবাসা আরু তোমার জন্য। আমি অনেক বেশি বেশি ভাগ্যবতী বলেই তোমার মত একটি বোন পেয়েছি। জাযাকিল্লাহ। Love Struck Love Struck Love Struck
৩০ নভেম্বর ২০১৪ রাত ১০:১২
233842
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আলহামদুলিল্লাহ আমি তোমার চেয়ে অনেক গুণ বেশি ভাগ্যবতী তোমাকে পেয়ে। Love Struck Love Struck
289960
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
তবে বুঝে পড়তে একটু সময় লাগবে।
আর খানার ভাগ এই উপস ব্যাক্তিটারে একটু দিয়েন।
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
233752
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : উপোস কেন ভাইয়া? Smug ভাবী খাওয়া বন্ধ করে দিয়েছেন কোন কারণে? Don't Tell Anyone আচ্ছা যাইহোক, নেন আইসক্রিম খান। Big Grin

৩০ নভেম্বর ২০১৪ রাত ১০:০৩
233839
আফরোজা হাসান লিখেছেন : ভাইয়া কি সমস্যা বলেন আমাকে! ভাবীর কি কাউন্সিলিং লাগবে? আমি দাম্পত্য কাউন্সিলিংও দেই। (শতভাগ ফ্রি) Tongue
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১২
233939
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাউন্সেলিং দিয়া কাম ন হইবো। যিবা দরখার ইবা হইলদে মাইর!!!
১০
290002
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৪
গন্ধসুধা লিখেছেন : ভাল্লাগলো Tongue
৩০ নভেম্বর ২০১৪ রাত ১০:০৬
233840
আফরোজা হাসান লিখেছেন : তোমারে একটু পিটাইতে পারলে আমারো খুব ভাল্লাগতো। কিন্তু আমাদের ইমামার সেবাযত্নে তাতে বিঘ্ন ঘটবে তাই ছাড়িয়ে দেয়া হইলো তোমাকে। Tongue Tongue
অনেক অনেক আদর, দোয়া ও ভালোবাসা রইলো আমাদের ছোট্ট ইমামার জন্য। Love Struck Love Struck Angel Angel Love Struck Love Struck
১১
290034
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
শেখের পোলা লিখেছেন : "আপাত দৃষ্টিতে কল্যাণকর মনে না হলেও নিয়তির প্রতিটি সিদ্ধান্ত আমাদের জন্য কোন না কোন ভাবে কল্যাণই বয়ে আনে।এমন সিদ্ধান্তগুলোকে চুপচাপ মেনে নেয়াটাকেও তাই দূরদর্শিতা মনেহয় আমার কাছে।"
একেই বলে 'রাজি বা রেজায়ে রব'সহমত থাকল৷ধন্যবাদ৷
৩০ নভেম্বর ২০১৪ রাত ১০:১২
233841
আফরোজা হাসান লিখেছেন : আন্তরিক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ। Happy
১২
290094
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৫
হককথা লিখেছেন : আলহামদুলিল্লাহ। ফিরে এসেছেন দেখে ভালো লাগলো। আবেগময় লেখা, পড়ে একটা অনূপম তৃপ্তি পেলাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সালামা।
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৮
234106
আফরোজা হাসান লিখেছেন : আলহামদুলিল্লাহ! আমারো ভালো লাগছে ফিরে এসে। Happy আন্তরিক ধন্যবাদ আপনাকে। Good Luck Good Luck
১৩
290265
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি এটা কিছুই বুঝিনি, মনেহয় আমার মাথা ঠিকমতো সার্ভিস দিচ্ছে না। Sad Sad Sad
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৯
234107
আফরোজা হাসান লিখেছেন : ইনশাআল্লাহ ভাইটি যাতে বুঝতে পারে সে ব্যবস্থা করবে আপু। Happy
১৪
290612
০২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৬
ইবনে আহমাদ লিখেছেন : আপনার আপুজি সাদকায়ে জারিয়া পাবেন। এরকম অনেককে তিনি এই পথে নিয়েছেন।
০২ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪২
234363
আফরোজা হাসান লিখেছেন : জ্বি অবশ্যই। আল্লাহ কবুল করে নিন সবার নেক ইচ্ছেগুলো। আমীন। Praying Praying
অনেক শুকরিয়া আপনাকে। Good Luck Good Luck
১৫
291350
০৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৯
ফুয়াদ সাদাত লিখেছেন : উফফস!
লেখা একখান...
মাথার উপর দিয়ে গেছে;
আরো কয়েকবার পড়তে হবে।
কোটি বছর পর ব্লগে আসায় স্বাগতম আপুজি
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
235103
আফরোজা হাসান লিখেছেন : কোটি বছর পর Surprised হাহাহাহা... Tongue
এই লেখাটুকু দিয়েই আরেকখান সাত পর্বের গল্প লিখে ফেলার ইচ্ছে আছে। ইনশাআল্লাহ তখন আর আমার ছোট ভাইয়ের মাথার উপর দিয়ে কিছু যাবে না। Smug অন্নেক অন্নেক দোয়া ও শুভকামনা রইলো। Praying Good Luck Praying
১৬
291537
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১২
ফুয়াদ সাদাত লিখেছেন : আপুকে ধন্যবাদ।
২/৩ প্যারা পড়ার পর কঠিন মনে হয়েছে।
দোয়া...........
গল্পের অপেক্ষায়।
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৪৮
235207
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক দোয়া রইলো। Praying দেখি কবে লিখতে পারি ইনশাআল্লাহ। Happy
১৭
291784
০৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
Sada Kalo Mon লিখেছেন : এত্ত বড় পোষ্ট!! At Wits' End পড়তে অনেক কষ্ট হয়েছে... অসাধারণ হয়েছে.... Applause Applause Applause
০৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৯
235329
আফরোজা হাসান লিখেছেন : কষ্ট হবার পরও পড়ার জন্য অনেক অনেক শুকরিয়া। কফি পান করে কিছুটা চাঙা হয়ে নিন। Happy



অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। Good Luck Praying Good Luck
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
235945
Sada Kalo Mon লিখেছেন : খাওয়ার জন্য দিলেন নাকি দেখার জন্য দিলেন বুঝলাম না!! খেতে অনেক চেষ্টা করছি কিন্তু ঠোঁট ভিজতেছেনা!!! Love Struck Day Dreaming Hot

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File