বাবা তুমি পৃথিবীর সেরা বাবা!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ৩০ নভেম্বর, ২০১৪, ০২:২৬:৩৯ দুপুর



রাত এখন দ্বীপ্রহর , বাইরে ঘুটঘুটে অন্ধকার ৷ হয়ত কেউ জেগে নেই ৷ ঘুম নেই শুধু আমার দুটি ভেজা চোখে ৷ রাত জাগা পাখির মতো জেগে আছি ৷ “ বাবা" বাবা খুব মনে পড়ছে তোমায় ৷ তুমি এতো স্বার্থপর কেন হলে, তোমার এই আদরের ছেলেকে একা ফেলে কেন তুমি পরপারে চলে গেলে ? তুমি কি জানতেনা তোমাকে খুব ভালবাসতাম বাবা ৷ জীবনের এই কঠিনতম ক্ষনে এসে মনে হচ্ছে তোমার কোলে মরন হওয়াই ছিল উত্তম ৷ তোমার কোলে মরন যে ছিল স্বর্গীয় সুখের মতো ৷ "বাবা“ আমি সব সময় তোমার কথা ভেবে চোখের অশ্রু ঝরে, বাবা, তুমি কি দেখতে পাও তোমার ছেলের উপর বয়ে যাওয়া কষ্টের তীব্র স্রোত গুলো? আমি যে আর পারছিনা এত কষ্ট সইতে ৷ তুমি বিশ্বাস করো "বাবা" -

আমি খুব অনুভব করছি তোমায় ৷ তোমার মতো এত আপন যে আর কেউ হতে পারে না এটা ক্ষনে ক্ষনে উপলব্দি করতেছি ৷ তোমার মতো কেউ হতে পারেনা কেন বাবা, কেন তোমার মতো কেউ ভালবাসতে পারেনা ????? ! “ বাবা“ তোমার জীবদ্বশায় অনেক কষ্ট করেছ তুমি, তোমার অনেক চাহিদাই আমরা পূরন করতে পারিনাই, তবু তুমি রাগ করোনি, হাসি মুখেই মেনে নিয়েছ ৷ কখনও বুঝতে দাওনি তোমার ভিতরের লুকানো কষ্ট গুলো ৷ তবু তুমি আমাদের জন্য দোয়া করেছ ৷ দেরিতে হলেও আজ আমি অনুতপ্ত, অনুশোচিত ৷ ক্ষমা করো বাবা, ক্ষমা করো বাবা৷ "বাবা", বিশ্বাস করো - পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন থাকে তখন নিরবে, নিবৃতে অনেক কান্না করি, এক ফোটা এক ফোটা করে বুকের ভিতর জমাট বাধা বরফ গুলো যখন কষ্টের তাপদাহে লাভার মতো চোখ দিয়ে বেরিয়ে আসে তখন খুব ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে বুকের ভিতরের সমস্ত কষ্ট গুলো চোখের জলের সাথে বের করে দেই, কিন্তু পারিনা।কিভাবে পারি বলো ,তুমি তো এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে নেই। বাবা, দোয়া করি আল্লাহ্যে যেন তোমাকে জান্নাত বাসী করেন, আমিন .......আর আমিও যনো সমস্ত দু:খ, কষ্ট ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে পারি।

বিষয়: বিবিধ

১৭৩২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289884
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
ফেরারী মন লিখেছেন : আপনার করুণ আকুতিগুলো পড়ে চোখের পানি আটকাতে পারলাম না। যদিও আমার বাবা বেঁচে আছেন। তবুও তো আমি মানুষ। অন্যের কষ্টকে নিজের করে অনুভবে আনার চেষ্টা করি। আল্লাহ আপনার বাবাকে বেহেশত নসিব করুন আমিন। Sad Sad Praying
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
233630
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
289896
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
সন্ধাতারা লিখেছেন : Your writing makes me emotional vaiya. May Allah give you peace and comforts.
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
233631
বাংলার দামাল সন্তান লিখেছেন : Thanks Sister
289897
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
233632
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল, লাগার জন্য ধন্যবাদ।
289933
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৬
বড়মামা লিখেছেন : বাপ মা জীবিত থাকতে তাঁদের হক আদায় করতে হবে তাহলে মনের দুঃক্ষ একটু কম লাগবে ।আল্লাহ সবাইকে শান্তি দিন আামিন । ভালো লাগল আপনাকে অনেক ধন্যবাদ।
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
233722
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
289961
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
290132
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:২০
কাহাফ লিখেছেন :
আমার বাবা! আমার জান্নাতের দরজা!
পৃঠিবীর সব বাবা রা সব থেকে ভাল থাকুক- এই শুভ কামনা! Thumbs Up Thumbs Up I Don't Want To See I Don't Want To See Rose Rose
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
233975
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
290446
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৪
কাঁচের বালি লিখেছেন : বাবা নিয়ে আর কি বলবো ?
আমার বাবা আছে কিন্তু কিছুই করতে পারি নি বাবার জন্য , আপনার লেখাটি পড়ে শুধু শুধুই চোখটা ভারি হয়ে গেল । আল্লাহ্‌ শুনিয়ার সব বাবা মাকে ভালো রাখুক , সুখে রাখুক ।
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১১
234177
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File