তবুও আশা বেঁধে রাখি...........

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ০১ মার্চ, ২০১৩, ০২:৪৬:৪৮ দুপুর



সুজলা সুফলা বাংলায় আবারো নেমে এলো তপ্ত দাহ



বিবেক আর চেতনাকে ছেয়ে গিয়েছে খরার তীব্র প্রদাহ



পাপের কালো মেঘ ভেঙ্গে নেমে এলো ঝরঝর বৃষ্টি



অত্যাচারীরা চারিদিকে করছে নৃশংসতার অনাসৃষ্টি



মনের মধ্যে বয়ে চলছে শোক আর শোকানুভূতির প্রপাত



হৃদয় আর শান্ত নেই অপরিসীম ঘৃণায় ভরে গিয়েছে আকসাৎ



আবার ফিরে আসুক খোলা তরবারি হাতে কোন ইউসুফ বিন তাশফিন



প্রার্থনা করি আবার গর্জে উঠুক হয়ে কেউ মুহাম্মদ বিন কাসিম।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File