প্রকৃত পাক-হানাদার ও রাজাকার কারা?

লিখেছেন লিখেছেন স্ফিয়াহ ০১ মার্চ, ২০১৩, ০২:৪৮:৩৯ দুপুর

গতকাল বাংলাদেশে মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী’র ফাঁসির রায় ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে, বাকশাল, ফ্যাসিবাদী এই সরকার নাস্তিক-মুরতাদদের খুশি করার জন্য এবং নির্বাচনে তাদের স্থায়ী বসবাসের জন্য ৭১’এর যুদ্ধের ন্যায় আবার বাংলাদেশে আরেকটি যুদ্ধের রূপ দিল। যারা এতদিন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ করছিল, তারা কেন সেই নৃশংস দিনগুলোর মতো পাক হানাদারদের রূপ বহন করলÑ তা আজ জনগণের কাছে স্পষ্ট। বৃষ্টির ন্যায় গুলিবর্ষণ করে পাখি হত্যার মতো বাংলার মানুষকে হত্যা করল। কি অপরাধ ছিল তাদের, প্রতিবাদ করার জন্যই তো এই নারকীয় হত্যাকাণ্ড! প্রতিবাদের বাকশক্তিও কি আপনারা বন্ধ করে দিবেন? এই বাকশক্তি কি মহান আল্লাহ রাব্বুল ‘আলামীন ব্যতীত কেউ কক্ষনো বন্ধ করতে পেরেছিল?

গতকাল টিভিতে পুলিশ ও আস্তিক মানুষের মধ্যে গোলাবর্ষণের চিত্র দেখতে পেয়ে মনে হলো, ৭১-এর যুদ্ধের কথা। আমরা যুদ্ধ দেখিনি কিন্তু তৎকালীন সময়ে যেমন লুঙ্গি, পায়জামা পড়ে সশস্ত্র যুদ্ধে নেমেছিল; এখনও যেন প্রতিটি গ্রামে সেই দৃশ্যই দেখতে পেলাম। শুধু পার্থক্য হলো বাংলার মানুষের কাছে ছিল লাঠি-বাঁশের অস্ত্র।

তাই গতকালের সেই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে, ৭১’এর স্বাধীনতা যুদ্ধের মতো পাক-হানাদাররূপী বাংলাদেশের আরেক হানাদার পুলিশকে লেলিয়ে দিয়ে এই সরকার পশ্চিম পাকিস্তানের ভূমিকা পালন করল আর দোসর-রাজাকারের ভূমিকা পালন করল শাহবাগের সেই নাস্তিক-মুরতাদের দলেরা।

প্রকৃত পাক-হানাদার ও রাজাকার কারা?

গতকাল বাংলাদেশে মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী’র ফাঁসির রায় ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে, বাকশাল, ফ্যাসিবাদী এই সরকার নাস্তিক-মুরতাদদের খুশি করার জন্য এবং নির্বাচনে তাদের স্থায়ী বসবাসের জন্য ৭১’এর যুদ্ধের ন্যায় আবার বাংলাদেশে আরেকটি যুদ্ধের রূপ দিল। যারা এতদিন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ করছিল, তারা কেন সেই নৃশংস দিনগুলোর মতো পাক হানাদারদের রূপ বহন করলÑ তা আজ জনগণের কাছে স্পষ্ট। বৃষ্টির ন্যায় গুলিবর্ষণ করে পাখি হত্যার মতো বাংলার মানুষকে হত্যা করল। কি অপরাধ ছিল তাদের, প্রতিবাদ করার জন্যই তো এই নারকীয় হত্যাকাণ্ড! প্রতিবাদের বাকশক্তিও কি আপনারা বন্ধ করে দিবেন? এই বাকশক্তি কি মহান আল্লাহ রাব্বুল ‘আলামীন ব্যতীত কেউ কক্ষনো বন্ধ করতে পেরেছিল?

গতকাল টিভিতে পুলিশ ও আস্তিক মানুষের মধ্যে গোলাবর্ষণের চিত্র দেখতে পেয়ে মনে হলো, ৭১-এর যুদ্ধের কথা। আমরা যুদ্ধ দেখিনি কিন্তু তৎকালীন সময়ে যেমন লুঙ্গি, পায়জামা পড়ে সশস্ত্র যুদ্ধে নেমেছিল; এখনও যেন প্রতিটি গ্রামে সেই দৃশ্যই দেখতে পেলাম। শুধু পার্থক্য হলো বাংলার মানুষের কাছে ছিল লাঠি-বাঁশের অস্ত্র।

তাই গতকালের সেই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে, ৭১’এর স্বাধীনতা যুদ্ধের মতো পাক-হানাদাররূপী বাংলাদেশের আরেক হানাদার পুলিশ-বিজিবিকে লেলিয়ে দিয়ে এই সরকার পশ্চিম পাকিস্তানের ভূমিকা পালন করল আর দোসর-রাজাকারের ভূমিকা পালন করল শাহবাগের সেই নাস্তিক-মুরতাদের দলেরা।

বিষয়: রাজনীতি

১৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File