বিদেশ ফেরত জমিলা সখিনা

লিখেছেন লিখেছেন চোরাবালি ০২ জুলাই, ২০১৫, ০৭:৫৭:০৪ সকাল

একটা সময় বিদেশ ফেরত জমিলা সখিনাদের অত্যাচারের কাহিনী শুনে চোখের কোন জল আসত, ভাবিয়ে তুলত মানুষের বিবেকের জলাঞ্জলি দেখে। ইদানিং অনুভূতি গুলো ভোতা হয়ে গিয়েছে; এসংবাদগুলিতে অট্টহাসি চেপে হাসি মুচকি হাসি, এড়িয়ে যাই নিউজগুলি, চোখবুলিয়ে সময় নষ্ট করার মত মানুষিকতা ফিরে পাই না। এসব কারনের পেছনে নিচের কারণগুলিই যথেষ্ট-

প্রথমত আমরা যারা মনে করি যে তারা ছুটে যায় ফিন দেশে পেটের দায়ে অথবা বাধ্য হয়ে; আসলে ব্যপারটি মোটেও সেরকম না; তারা আসলে ছুটে চলে ভিনদেশে প্রতিপত্তির লোভে। স্বপ্ন দেখে বাড়ী গাড়ি চড়ে ঘুরবে দেশে; এসি বাথরুমে বাথট্যাবে গোসল দেবে নায়িকা স্টাইলে গোলাপ মেশানো জলে। বস্তুত এসব বড়লোকী চিন্তাচেনতা ডেকে আনে তাদের এর দুদর্শামত জীবন। এসব ক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন এগিয়ে সবার থেকে বেশী। অল্প বয়সীদের বেলায় তারা আম্মাজানেরা আর একটু বয়ষ্কদের বেলায় তাদের ভাইবোন আত্মীয় স্বজনেরা। তারা চিন্তা করে আরে বিদেশী লোক কত্ত ভাল; বোইন বা মাইয়াডারে পাডাইতে পারলেই খালি ট্যাহা আর ট্যাহা, আভাব থাকবে না সংসারে। আসলে আমাদের সমাজে অভাবের পরিধি বেড়েছে অনেকগুনে, অভাবের পরিধি নিয়ন্ত্রণে চাই মানুষিক পরিবর্তন মাত্র। এর বাইরে কিছু না। এ বিষয়ে আমার বাস্তব দেখা কিছু ঘটনা নিচে-

# আমাদের বাসার সার্ভেন্ট যাকে আমার ছোট্ট সংসারে সামান্য কাজের বিনিময়ে বেতন দিতাম ১৫০০টাকা মাসিক আর থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয়। আর আমার শ্বশুর মহাশয় তার নাতীদের উপর গুরুত্বদেবার জন্য তাকে দিতেন মাসিক ১০০০টাকা সবমিলিয়ে তার জমা মাসে ২৫০০/=টাকা। শ্বশুর পক্ষ থেকে পাওয়া আর বউয়ের কোন এক সম্পর্কের আপা তাই তাকেও আপা ডাকতাম। আমার বউ ছোটবেলা থেকে তার কাছে বড় হয়েছে তাই তাকে তার প্রাপ্য থেকে অতিমাত্রায় সম্মান করত। কাজের মধ্যে তিনি বাজার করা কাজটা করে আর বড় বাচ্চাটাকে মাঠে ঘুরতে নিয়ে যায় প্রসবা পায়খানা করাতেন আর কাপড় ধোয়া কাজটা। অন্যান্যগুলি ছুটা বুয়া করে দিত। আমি বাজার থেকে আসলে কোনদিন ব্যাগটি ধরা তো দুরে থাক দরজা খুলে দিত মাত্র লাগাতে হতো আমাকে নিজ হাতে। বউয়ের সম্মানীয় তাই আমিও সম্মান করে কখনও উনাকে কিছু বলি নাই। উনার মাঝে পরিবর্তন দেখা গেল হঠাৎ করেই, আত্মীয় স্বজন ফোন দিতে থাকল প্রতিদিন এবং দীর্ঘ সময় ধরে কথা চলতে থাকল। ভাইবোনদের প্রতি দরদে ভেসে যেতে লাগল। বউকে শোনাতে থাকল, তোদের এখানে থেকে লাভ কি, তোরা কি আপন নি, আই আমার বইনদের কাছেই থাবক ইত্যাদি ইত্যাদি। একদিন বললাম তারাই তো খেতে পাই না তোমাকে দেখবে কি করে, সঙ্গে সঙ্গে উত্তর করল- তারপরও তো তো আমার আপন, একটা কিছু হলে তারাই তো দেখবে। ইত্যদি ইত্যাদি- সোজা উত্তর করে দিলাম, আপা ভাল না লাগলে আপনি চলে যেতে পারেন। শুনে বেশ খুশি হল এবং দুই মাসের মধ্যে চলে গেলেন ভাইবোনদের কাছে।

তার মাস তিনেক পর শ্বশুরালয়ে গেলে তিনি আসলেন বললেন, ভাই কিছু টাকা দেন আমি তো দেশের বাইরে যাব, সে কথা শুনে বউ আমার তাকে বোঝালেন অনকে ভাবে অনেক ঘটনার বিবরণ দিয়ে; বললেন যেখানে দেশেই একটা মেয়ে গৃহকর্মী হিসেবে নিরাপত না সেখানে বিদেশের মাটিতে তুমি কি টিকতে পারবে। এসব কথা মোটেও পাত্তা দিল না বরং বলল আমি যে ভাল থাকব এটা তোর চাস না; তোদের বাসায় কামলা দিতাম এখন দেই না এ কারনে তোরা এসব বলিস আমি যেন যেতে না পারি। আমার শ্বাশুরী থেকে শুরু করে সবাই তাকে নিবারনের চেষ্টা করেছেন কিন্তু তার ভাই বোন আত্মীয় স্বজন উলটো আমার শ্বাশুরীকে বলেছে, আমার বোইনটা গেলে আমরা ভাল থাকব এটা আপনারা চান না।

বোনের বিদেশ যাত্রার জন্য বাই বোন সবাই এনজিও থেকে লোন নিয়ে দালালকে টাকা দিয়েছে; এবং পাড়ি জমিয়েছে কাতারে। আর পৌঁছেই স্বপ্ন ভেঙে হয়েছে খান খান; তাকে দেয়ার কথা ছিল একদম্পতীর বাসায় যাদের বাচ্চা দেখতে হবে কিন্তু দেয়া হয় আট সদস্যের পরিবারে; আর সেখানে তার কাজ দেয়া হয় ধোয়া মোছা; বয়ষ্ক একটু তাই তাকে প্রথম রাত থেকে আপ্যায়ন করেছে বয়ষ্ক দুইজন লোক আর বাকীরা আপ্যায়ন করে চলে ফিলিপাইনি কুকারকে। প্রথমত ফিলিপাইনির মোবাইল থেকে কল আসে প্রথমেই আমার বউয়ের মোবাইলে, কান্নাকাটির শব্দে চিনতে না পারলে আমি নিয়ে কথা বলে বুঝি তার অবস্থা। আর বউকে দিলে সে সব খুলে বলে তার কাছে, তার বোনকে ফোন করেছিল, বোনরা উত্তর করেছে, একটু কষ্ট কর আমাদের জন্য আর এসব কষ্ট এমন আরকি; স্বামীর সংসারে থাকলেও তো থাকা লাগত ইত্যাদি ইত্যাদি। প্রায় মাসখানেক পর তিনি ফিরে আনেন স্থানীয় দালালেরা নিজেদের অস্তীত্বরক্ষার্থে; কেননা অবশেষে তার ভাই শরানাপন্ন হয় স্থানীয় মাস্তানদের আর সে হুমকিতে নিজেদের রক্ষার্থে ফিরিয়ে আনে তাকে দালালেরা।

# আমি পেশায় গার্মেন্টস কামলা; আর সে সুবাদে বাংলা পড়তে পারে এবং ইংরেশী সংখ্যা গুনতে পারে এমন কাউকে গার্মেন্টেসে চাকুরী দেয়া খুব সহজ আমার কাছে। পাশের ফ্লাটের ডাক্টার দম্পতি একদিন অনুরোধ করল তার বাসার কাজের মেয়েটি এখন আর তার বাসায় কাজ করতে চাইছে না; সে চাইছে গার্মেন্টেসে চাকরী করতে যদি আপনি দিয়ে দিতেন তা হলে মেয়েটা কাজ করে খেত। মেয়েটিকে ডেকে ডেরা করলাম; কথা বার্তায় বুঝলাম সংসারে অভাব এবং তার মা তাকে অতিরিক্ত ইনকামের জন্য চাপ দেয় নিয়মিত। এখানকার ৩০০০টাকায় তারা সন্তুষ্ট না। তার মা তাকে বিয়ে দিয়েছিল, সে স্বামী কিছুটা এবনর্মাল ছিল একদিন রোড একসিডেন্টে মারা যায়। তারপর থেকে মানুষের বাসয় কাজ করে। অফিসে এইচআরকে বলে দিলাম হেলপার হিসেবে কাজ শুরু করল ৫৩০০টাকা বেতনে। প্রায় বছর খানেক আর সে দিনেক খোজ নেয়া হয় নাই। বছর খানেক পরে একদিন রাতের বেলা অচেনা নাম্বার থেকে পার্সনাল নাম্বারে ফোন এলে ধরলাম; সে বলল ভাইয়া আমি তো আপনাকে নিচে গেলেই দেখতাম কাজ করছেন আপনি তো কোন দিন ফ্লোরে আসেননি তাই দেখনও নি। কিরকম চলছে জিঙ্গেস করতেই বলল ভাইয়া আমিতো চাকরী ছেড়ে দিয়েছি; আমি বিদেশ যাব দোয়া করবেন। কথা শুনে হতবম্ব হয়ে গেলেমা যে মেয়ে দেশে ৬৮০০টাকা বেতন পাছ্ছে সে কেন বিদেশে যাবে। সে চাকরী করে টাকা জমিয়েছে আর তার মা তাদের দেড় শতক জমি ছিল সেটি বিক্রি করে বিদেশ যাবার ব্যবস্থা করেছে; তাকে বোঝালাম কিন্তু তাতে সে খুশি হতে পারল না; বলল সবাই তো খারাপ না ভালতো হতেও পারে; আর যে আমাকে নিয়ে যাচ্ছে সে বেছে কোন সমস্যা নাই বেটী তোর আমি তো আছি; সাধ্যমত বোঝালাম যে অল্পবয়সী মেয়ে তুমি কিন্তু কাজে দিল না, সে ট্রেনিং করেছে ভিসা পেয়েছে সব রেডি। যে দালাল তাকে নিয়ে যাচ্ছে সে তার কোন সম্পর্কের মামা লাগে ইত্যাদি ইত্যাদি।

ব্যস্ততায় কেটে গেছে মাস তিনেক; হঠাৎ বাসায় ফিরতে সিড়িতে উঠতে গিয়ে এক মহিলা হস্তদস্ত হয়ে কাছে এসে বলল, বাবা আপনি রাহানের বাবা না; আমি বললাম হ্যাঁ, মহিলা কান্নাকাটি শুরু করল, বলল যাকে চাকরী দিয়েছিলাম সে তার মেয়ে, এখন ওমানে; যে দালাল তাকে নিয়ে গিয়েছিল তাকে বোইন ডেকে বলেছিল তাই তার কথায় বিশ্বাস করেছিল। কিন্তু সেই দালাল তার মেয়েকে ঢাকাতেই আপ্যায়ন করেছে বাসায় রেখেই; মেয়ের বিদেশ যাওয়া বাতিল হবে ভেবে মেয়েকে বলেছিল একটু সহ্য করতে যেতে পারলেই তো আর কষ্ট থাকবে না। যেখানে দিছে জায়গাটা ভাল ৫সদস্যের মেস; পালাক্রমে ৫জনই তাকে আপ্যায়ন করে সুযোগ পেলে; হুমকি ধামকি দেয় মেরে ফেলার। তারপরও আমি কইছি মানিয়ে নিতে কিন্তু মাইয়া কই মইরা যাইবো; বাবা ডাক্টারের লগে কথা বলে যদি মাইয়ারে ফিরাইয়া আনতে পারেন বলেই কান্নাকাটি শুরু করল। আমি ডাক্টারের বাসা দেখিয়ে দিয়ে নিজের বাসায় চলে গেলাম। কেননা আমার কিছু করার সামর্থ নেই।

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328262
০২ জুলাই ২০১৫ সকাল ০৯:১৮
ইসলামী দুনিয়া লিখেছেন : কে কাকে বুঝাবে ভাই। সাবাই নিজের বুঝে বাদশা। আপনার সচেতনমূলক পোষ্ট অনেক ভালো লাগল।
328267
০২ জুলাই ২০১৫ সকাল ১০:৫৮
হতভাগা লিখেছেন : ট্যাকা দেন বিদেশ যামু
বিদেশ যামু ট্যাকা দেন
328278
০২ জুলাই ২০১৫ দুপুর ০১:৩১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
328307
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে!!
আর তথাকথিত রেমিটেন্স এর লোভে সরকারও চুপ। রেমিটেন্স এর আগে কমিশন আছে!!
328343
০২ জুলাই ২০১৫ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : অনেকাংশে সত্য হলেও সবক্ষেত্রে এ ফরমূলা চলেনা৷ প্রকৃত অভাবীও আছে আর বাধ্য হয়ে যাবার লোকও আছে৷ আর আপ্যায়ণতো শুনি দেশেও কম হয়না৷ তার পরও সচেতনতার জন্য ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File