মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বহুল ব্যবহৃত কিছু বিদেশী শব্দ।
লিখেছেন লিখেছেন সাখাওয়াত ০২ জুলাই, ২০১৫, ০৮:০৭:৫৩ সকাল
১। মুন্সিগঞ্জের মানুষ এই শব্দটি ব্যাবহার করে ‘হামালা’ حمل এটি হল একটি আরবী শব্দ, ‘হামালা’ অর্থ হল ‘বহন/লুকানো ইত্যাদি। এই শব্দটি মুন্সিগঞ্জের মানুষ ব্যাবহার করে যখন কারো কিছু খোয়া যায়/চুরি হয় এবং এটি অপরপক্ষকে লক্ষ্য করে ব্যাবহার করে থাকে।
২। আমার দেখা আরেকটি বহুল ব্যবহৃত শব্দ হল 'বেল্লা'। এটি একটি ইংরেজি শব্দ 'BELLE'. এর বাংলা অর্থ হল 'সুন্দরী'/'সুন্দরী স্ত্রীলোক/মহিলা'। মুলত নতুন বিবাহিত মহিলাদেরকে ইংগিত করতেই এই শব্দের ব্যবহার হয়ে থাকে।
৩। 'গয়া' হল আরেকটি শব্দ। ইংরেজি 'GUAVA' শব্দকে এভাবে বলা হয়।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন