প্রিয় সাংবাদিক মশিউল আলম
লিখেছেন লিখেছেন চোরাবালি ১১ জুন, ২০১৩, ০১:১৭:০৪ দুপুর
লেখার শুরুতেই একটা বিষয় স্পষ্ট করা দরকার যে, একসময় বুদ্ধিজীব মানে আপনাদের মত কিছু লোক ছিল যারা পত্রিকার পাতায় লিখে চলতেন। এখন অবশ্যই আপনারা মনে রাখবেন আপনাদের মত কলম চালানো লোকের অভাব নাই এবং আপনাদের কথার প্রতিবাদ করার লোকেরও অভাব নাই। তাই যা কিছু বলবেন একটু ভেবে চিন্তে বলবেন এবং পরবর্তীতে কি ধরনের সমালোচনার সম্মুখীন হতে পারেন সে বিষয়গুলি চিন্তা করে লিখবেন।
তার আগে সাংবাদিকতার কিছু প্রাথমিক নীতি আমরা দেখে নিতে পারি। একটি মৌলনীতি হচ্ছে: এমন তথ্য, ছবি, মন্তব্য, আহ্বান ইত্যাদি প্রকাশ বা প্রচার করা যাবে না, যার ফলে একজন মানুষেরও জীবনের নিরাপত্তার ঝুঁকি দেখা দিতে পারে।---- অত্যন্ত সুন্দর একটি কথা।
আপনার চোখকে একটু রামুর ঘটনার দিকে নিয়ে যাওয়া যাক। সেখানে আপনি উপস্থিত ছিলেন? বা আপনার পত্রিকা প্রথম আলো উপস্থিত ছিল? ছিল না কিন্তু আপনারা সরাসরি জামায়ত কে দুষলেন এবং সাম্প্রদায়িক সম্পর্কে উষ্কানি দিয়ে ইসলামের উপর দোষ চাপিয়ে চললেন নিয়মিত। এতে করে উষ্কানি দেয়া হল কিনা জানি না তেব সম্প্রীতি যে নষ্ট হল সেটি নিশ্চিত।
শাইখ আবদুর রহমান, বাংলা ভাই মোল্লা ওমর এদের ছবি কি কোন পত্রিকায় ছাপা হয়নি? নাকি এখানে বলবেন যারা মানুষের জন্য হুমকি স্বরূপ সেখানে ছবি নাম ঠিকানা সবকিছু ছাপা জায়েজ? এরা যদি সমাজের জন্য হুমকি স্বরূপ হয়ে থাকে তা হলে রাজীব যে ধর্মের জন্য বা ধর্মের সম্প্রীতি জন্য হুমকি স্বরূপ সে কথাটি হয়তো আপনার মাথায় আসবে না কখনওই।
সাংবাদিকতার আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি: ব্যক্তিমানুষের সম্মানহানি ঘটে এমন সংবাদ, ছবি ও মন্তব্য প্রকাশ না করা। -- অত্যন্ত সুন্দর কথা। আপনি যে পত্রিকায় লিখলেন সে পত্রিকাটি এই নীতি সঠিক ভাবে মেনে চলে কি?
http://www.prothom-alo.com/detail/date/2012-03-04/news/229699 লিঙ্ক এবং এর পরবর্তী সংবাদগুলি একটু ঘাটলেই স্পষ্ট হবে আপনাদের রূপ।
যা হউক পরের কথায় আসা যাক। আপনার লেখাটি পড়ে আমার মনে হয়নি যে আপনি মাহামুদুর রহমানের ধর্ম ব্যবহার নিয়ে লিখলেন বরং আমার মনে হল আপনি রাজিবের পক্ষেই লিখলেন।
রাজিব হত্য নিয়ে আপনার পত্রিকা প্রথমেই দায়ি করল জামাত শিবিরকে। শাহাবাগ যখন উত্তাল তখন উসকানি দিয়ে আপনার উতপ্ত করলেন কোন রূপ তদন্ত না করে। একমাত্র আমার দেশ যখন সঠিক তথ্য দিয়ে রিপোর্ট করল তখন আপনাদের গায়ে জ্বালা ধরে গেল। আপনার মতে জামাত শিবির তো এ দেশের লোক না তাই তাদের আবার নিরাপত্তা কি?
আপনার মহা দর্পে রাজিবকে ব্লগার হিসেবে পরিচিত করে দিলেন সমাজের কাছে আবার যখন তার লেখা সমাজের হাতে আসল তখন আপনারা বললেন লেখাগুলি তার না অন্য কেও লিখে তার নামে চালিয়ে দিয়েছে? আপনি কি তার খালাতো ভাই নাকি যে তার সম্পর্কে আপনি সব যানতেন এবং ১০০% কনফার্ম হয়ে গেলেন যে লেখা তার না। ওকে মানলাম লেখা তার না তবে সে ব্লগার হল কি করে?
মানুষের নির্লজ্জতারও একা সীমা থাকে আপনাদের দেখি সেটাও নাই।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন