চুদুর বুদুর চলবেনা
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১১ জুন, ২০১৩, ০১:১৩:৩৪ দুপুর
চুদুর বুদুর মোটেই কোন অশ্লীল শব্দ নয়। আমি চ্যালেন্জ করে বললাম। জ্বি হ্যা, দেশের তাবত ভাষাবিজ্ঞানীদের প্রতি আমি এই চ্যালেঞ্জ দিলাম। প্রমাণ করুন এটি একটি অশ্লীল শব্দ।
চুদুর বুদুর একটি আঞ্চলিক শব্দ (বৃহত্তর চট্টগ্রাম , নোয়াখালী ও কুমিল্লায় হরহামেশাই এটি ব্যবহৃত হয়)যার সঠিক বাংলা প্রতিশব্দ হচ্ছে টালবাহানা। কাছাকাছি আরো শব্দ সমূহ হচ্ছে- নয় ছয় করা, ইতস্তত করা, হাংকি পাংকি করা,প্রতারণা করা ইত্যাদি।
সংসদে বিরোধীদলীয় এক মহিলা সাংসদের উচ্চারিত এই শব্দ যুগল নিয়ে বেশ শোরগোল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কেউ কেউ এক ধাপ এগিয়ে এটিকে "চ" বর্গীয় একটি অশ্লীল শব্দের সাথে গুলিয়ে ফেলেছেন। এটা কেউ কেউ করছেন অজ্ঞতাবশত আর কেউ কেউ করছেন বিদ্বেষপ্রসূত।
অশ্লীলতার সংজ্ঞাটাই বোধ হয় পাল্টে গেছে।বিরোধী দল টালবাহানা শব্দের প্রতিশব্দ উচ্চারণ করলে অশ্লীলতা হয় কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সমকামীদের পক্ষে সাফাই গাইলে সেটা অশ্লীলতা হয়না। সেলুকাস!
বিষয়: বিবিধ
১৭৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন