তাজ্জব সব ঘটনা!
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৫ জুলাই, ২০১৬, ১২:২২:৫৯ দুপুর
ঘটনা একঃ চশমাটা কয়দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে চশমা নিতে হলো। যেদিন চশমা নিলাম সেদিন বাসায় এসে ঔষধের বাক্সে প্যারাসিটামল খুঁজতে গিয়ে পুরনো চশমাটি খুঁজে পেলাম।
ঘটনা দুইঃ একটি ক্রেডিট কার্ড খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরে। সেদিন কাস্টমার কেয়ারে ফোন করে ক্রেডিট কার্ডটি ব্লক করে নতুন কার্ড ইস্যুর অর্ডার করলাম। বাসায় এসে পুরনো একটি ফাইলে ক্রেডিট কার্ডটি খুঁজে পেলাম।
ঘটনা তিনঃ গতকাল আকাশ মেঘলা দেখে সকাল বেলায় ছাতা নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি আর এলো না। অফিস হতে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না দেখে আর ছাতা নিলাম না, অফিসেই রেখে দিলাম। বাসার কাছাকাছি আসতেই ধূম বৃষ্টি। দুই মিনিটেই একেবারে কাকভেজা!
এমনসব তাজ্জব ঘটনা কি শুধুমাত্র আমার ক্ষেত্রেই ঘটে নাকি আপনাদের বেলায়ও?!
ঘটনা একঃ চশমাটা কয়দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে চশমা নিতে হলো। যেদিন চশমা নিলাম সেদিন বাসায় এসে ঔষধের বাক্সে প্যারাসিটামল খুঁজতে গিয়ে পুরনো চশমাটি খুঁজে পেলাম।
ঘটনা দুইঃ একটি ক্রেডিট কার্ড খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরে। সেদিন কাস্টমার কেয়ারে ফোন করে ক্রেডিট কার্ডটি ব্লক করে নতুন কার্ড ইস্যুর অর্ডার করলাম। বাসায় এসে পুরনো একটি ফাইলে ক্রেডিট কার্ডটি খুঁজে পেলাম।
ঘটনা তিনঃ গতকাল আকাশ মেঘলা দেখে সকাল বেলায় ছাতা নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি আর এলো না। অফিস হতে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না দেখে আর ছাতা নিলাম না, অফিসেই রেখে দিলাম। বাসার কাছাকাছি আসতেই ধূম বৃষ্টি। দুই মিনিটেই একেবারে কাকভেজা!
এমনসব তাজ্জব ঘটনা কি শুধুমাত্র আমার ক্ষেত্রেই ঘটে নাকি আপনাদের বেলায়ও?!
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ট্রেন এলোও ৫/৭ মিনিট পর । কিন্তু সামনের ট্রেনের সন্মানার্থে লোকালের মত চলায় অফিসে লেট হয়ে গেল যেটা আগের ট্রেনে গেলে হত না ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন