হামদ এ বারী তায়ালা
লিখেছেন লিখেছেন yqadri ২৫ জুলাই, ২০১৬, ১২:০১:০১ দুপুর
আসসালামু আলাইকুম
এই ব্লগে আমার প্রথম পোষ্ট আমি পবিত্র হামদ এ বারী তায়ালা দিয়েই শুরু করি
মওলা তোমার জিরির করি দমে দমে
«««««««««««««»»»»»»»»»»»›»»»»»
মন দিয়েছি দিল দিয়েছি মওলার প্রেমে
মওলা তোমার জিকির করি দমে দমে
ঐ
চাইনা স্বর্গ চাইনা সুখ চাই তোমাকে
চাই শুধু মিশে যেতে তোমারি বুকে
সব দিতে রাজি মওলা তোমার প্রেমে
ঐ
তুমি রহিম তুমি রহমান তুমি যে গফ্ফার
তুমি দয়াল দয়ার গুনে রাখ আবদার
আরজি জানায় তোমার ধারে আমি অধমে
ঐ
জানি তুমি মিশে আছো আমার মাঝে গোপনে
ইউছুপ তবু দেখিনা দুটি নয়নে
চোখ থাকিতে অন্ধ আমি হলাম জনমে ।
বিষয়: সাহিত্য
৯৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন