হামদ এ বারী তায়ালা

লিখেছেন লিখেছেন yqadri ২৫ জুলাই, ২০১৬, ১২:০১:০১ দুপুর

আসসালামু আলাইকুম

এই ব্লগে আমার প্রথম পোষ্ট আমি পবিত্র হামদ এ বারী তায়ালা দিয়েই শুরু করি

Love Struck

মওলা তোমার জিরির করি দমে দমে

«««««««««««««»»»»»»»»»»»›»»»»»

মন দিয়েছি দিল দিয়েছি মওলার প্রেমে

মওলা তোমার জিকির করি দমে দমে



চাইনা স্বর্গ চাইনা সুখ চাই তোমাকে

চাই শুধু মিশে যেতে তোমারি বুকে

সব দিতে রাজি মওলা তোমার প্রেমে



তুমি রহিম তুমি রহমান তুমি যে গফ্ফার

তুমি দয়াল দয়ার গুনে রাখ আবদার

আরজি জানায় তোমার ধারে আমি অধমে



জানি তুমি মিশে আছো আমার মাঝে গোপনে

ইউছুপ তবু দেখিনা দুটি নয়নে

চোখ থাকিতে অন্ধ আমি হলাম জনমে ।

বিষয়: সাহিত্য

৯৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375262
২৫ জুলাই ২০১৬ রাত ০৮:৩৩
শেখের পোলা লিখেছেন : আপনাকে স্বাগত জানাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File