বুক রিভিউঃ প্রক্ষেপ - মীর মুনিরুজ্জামান

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৯ জুন, ২০১৬, ১২:৫৬:৪০ দুপুর



লেখক পরিচিতিঃ

মীর মুনিরুজ্জামান স্যার। অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব। ৭০ বছরের প্রবীণ হলেও মন মানসে চিরতরুণ। পাকিস্তান সেন্ট্রাল সুপারিয়র সার্ভিসের সদস্য হিসেবে সরকারী চাকুরীতে প্রবেশ। একটানা ২৫ বছর কাজ করেছেন শিক্ষা মন্ত্রণালয়, রাষ্ট্রপতি সচিবালয়, পররাষ্ট্র, বাণিজ্য এবং কৃষি মন্ত্রণালয়ে। সবচেয়ে বেশি সময় কেটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই সুবাদে বিশ্বের নানা প্রান্তে ঘুরেছেন। কর্মক্ষেত্রের এ পরিধি হতে সঞ্চয় করেছেন অনেক অভিজ্ঞতা। অভিজ্ঞতার ওইসব মণি-মাণিক্য, টাকা-আধুলি ও রেজগি প্রতিফলিত হয় তাঁর লেখায়। আলো ফেলে তিনি প্রকৃতির নিয়ম ও খেয়াল এবং মানব চরিত্রের বিচিত্র দিকগুলো দেখাতে প্রয়াস পেয়েছেন। তারই ফসল প্রক্ষেপ

বই পরিচিতিঃ

প্রক্ষেপ এ মোট ৩৯ টি গল্প স্থান পেয়েছে। ঝর্ণার প্রবাহিত জলধারার মতো কাব্যিক আর গতিশীল লেখনীতে যেকোন পাঠকই হবেন মুগ্ধ। ছন্দ, উপমা, রম্য, শব্দের বুনন, পরিমিত আবেগ সবকিছুই উপভোগ করার মতো, চমৎকার সুখপাঠ্য। গল্পে গল্পে লেখক বলেছেন দেশ বিদেশের নানা অভিজ্ঞতার ঝুলি। তবে কল্পনার ছোঁয়াও আছে বেশ। লেখকের নিজের ভাষায়ঃ “কয়েকটি গল্পের প্রেক্ষাপট সত্য ঘটনা। তবে সেখানেও কল্পনার ছোঁয়া আছে। এ সব খাঁটি সর্ষের তেল নয়। সত্যের মত করেই কতগুলি ঘটনা বলা হয়েছে। এগুলো এমনিভাবে ঘটে নাই কোথাও। এর মধ্যে ইতিহাস খোঁজার চেষ্টা হবে অর্থহীন।”

বইটি প্রকাশ করেছে কাজল প্রকাশনী।

কাজল প্রকাশনী, শতাব্দী সেন্টার, জি-২৩, ২৯২ ফকিরাপুল, ঢাকা-১০০০ ঠিকানায় পাওয়া যাবে। বইয়ে মুদ্রিত মূল্য ২০০ টাকা।

বিষয়: সাহিত্য

১৫৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373500
২৯ জুন ২০১৬ দুপুর ০১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ জুন ২০১৬ দুপুর ০২:০০
310011
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সবুজ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File