জনপ্রিয় ব্লগার রিদওয়ান কবির সবুজ ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন সবার কাছে।

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৩ মার্চ, ২০১৬, ০৯:৪৫:৩২ সকাল

জনপ্রিয় ব্লগার রিদওয়ান কবির সবুজ ব্লগের অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ। আজ জানা গেল তাঁর অসুস্থতার নাম গ্রস কারডিওমেগালি যেটার ফলে হৃদপিন্ড স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়ে যায়।

উনার ফেসবুক স্ট্যাটাসঃ আমার অনেক ভাইবোন বা বন্ধু দের দাবি আমার হৃদয় নাকি ছোট। মানে টাকা পয়সা কম খরচ করতে চাই!!! কিন্তু আজকে মেডিক্যাল রিপোর্ট এ জানাল আমার হৃৎপিণ্ড আসলে অনেক বড়!! মেডিক্যাল ভাষায় যাকে গ্রস কারডিওমেগালি বা এনলারজড হার্ট বলা হয়। এটা একটা অসুস্থতা। এটার প্রভাবেই অন্য সমস্যা গুলি সৃষ্টি হয়েছে। সবার কাছে দুয়া প্রার্থী সুস্থতার জন্য।

তিনি সবার দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় ভাইটিকে দ্রুত সুস্থ করে দিন। আমীন।

বিষয়: বিবিধ

১৮৮৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363336
২৩ মার্চ ২০১৬ সকাল ১০:১০
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আল্লাহ ইয়াশফীহ
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৩
301331
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
363340
২৩ মার্চ ২০১৬ সকাল ১০:৪৮
তবুওআশাবা্দী লিখেছেন : আল্লাহর কাছে রিদওয়ান কবির সবুজের সুস্থ্যতার জন্য দোয়া করছি | তাড়াতাড়ি যেন আবার ব্লগে লিখা শুরু করতে পারেন সেই কামনাও রইলো সেই সাথে |
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৩
301332
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
363342
২৩ মার্চ ২০১৬ সকাল ১১:২৭
আবু জান্নাত লিখেছেন : হে আল্লাহ! আমাদের প্রিয় দ্বীনি ভাইয়াকে সুস্থ জীবন দান করো। উনার স্ত্রী সন্তানদের ভাগ্যে উনার ছায়া দীর্ঘ করে দাও প্রভু। আমাদের মাঝে আবারো ফিরিয়ে দাও হে মাওলা।
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৩
301333
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
363345
২৩ মার্চ ২০১৬ সকাল ১১:৫০
আফরা লিখেছেন : হে আল্লাহ!আপনি সবুজ ভাইয়াকে দ্রত সুস্ত্যতা দান করুন ও নেক হায়াত বৃদ্ধি করে দিন । উনার পাপ গুলো ক্ষমা করুন ও বেশি বেশী নেক আমল করার তৌফিক দান করুন । আমীন ।
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৩
301334
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
363359
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:১২
কুয়েত থেকে লিখেছেন : দোয়া করছি আল্লাহ যেন আমাদের ভাইটাকে সুস্থকরে দেন। ধন্যবাদ আপনাকে
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৩
301335
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
363365
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : আসসালামু আলাইকুম। একটা উদ্যোগ নেয়া হয়েছে, আপনি ও আছেন সেখানে। আমার পাতায় দেখে নেয়ার অনুরোধ করছি।
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৪
301336
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুন্দর উদ্যোগ নেয়ার জন্য শুভেচ্ছা গ্রহণ করুন।
363368
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:৫৪
নেহায়েৎ লিখেছেন : আল্লাহ তাকে সুস্থতা দান করুন।
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৪
301337
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
363381
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই জন্যইতো বলি, ধীরে মন্তব্য ছোট হয়ে আসছে কেন! ভালো লাগলো, ধন্যবাদ, এই টাইপের মন্তব্য করার কারণ তাহলে এই।

যাক, আল্লাহ রোগ দিয়েছেন, ভালোও তিনিই করবেন। আমরা পারি শুধু রোগীর সেবা যত্নে, হসপিটাল বাড়ি দৌড়াদৌড়ি করতে, আর পারি দোয়া করতে। প্রথম দুইটা যেহেতু সম্ভব হচ্ছেনা। তাই শেষেরটাই করলাম। আল্লাহ উনাকে দ্রুত আরোগ্য দান করুন। আমিন
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৪
301338
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
363390
২৩ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩৯
বিবর্ন সন্ধা লিখেছেন : মহান আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন।
একটু অসুস্থ হলে যে কিপরিমান খারাপ লাগে, তা শুধু ভোক্তভুগিরা ই জানে।
প্রতি মুহুতে মনে হয়, এই বুঝি আমার জীবনের অবসান হয়ে যাবে
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৪
301339
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
১০
363411
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:১৯
শেখের পোলা লিখেছেন : আল্লাহ তার অপরাধ হলে মাফ করে আর পরীক্ষা হলে তা সহজ করে তাকে শিঘ্র সুস্থতা দান করুন৷
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪৪
301340
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
১১
363425
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পোষ্টদাতা ওহিদুল ইসলাম ভাই ও সকল মন্তব্যকারিকে অসংখ্য ধন্যবাদ। আবারও দুয়া কামনা করছি।
১২
363476
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহ ওনাকে শেফা দিন। আমিন। ধন্যবাদ পোস্টকারী ভাইকে।
১৩
364125
৩০ মার্চ ২০১৬ রাত ০৩:৪৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম .
শ্রদ্ধেয় প্রিয় ব্লগার ভাইকে আল্লাহ বরকতময় সুস্থতা ও সবর দান করুণ। আমীন।

আপনাকেও উত্তম প্রতিদানে ভূষিত করুণ। আমিন। জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File