এত সময় কোথায়? খালি ইস্যুর উপরে ইস্যু!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৩ মার্চ, ২০১৬, ০৮:৩৩:৪৬ সকাল

বাঙালী আসলেই প্রতিবাদী জাতি। দ্যাখেন না, এই দুই সপ্তাহে আমরা কত্ত বড়-বড় ৪ টা ইস্যুতে প্রতিবাদ করে ফেল্লাম! আমাদের রিজার্ভের টাকা খেয়ে ফেলবে আর আমরা এমনি-এমনি ছেড়ে দেব? ষ্টেটাস দিতে দিতে ফেইসবুকের সার্ভারতো প্রায় ডাউন করে ফেলিছিলাম।

এক যায়গায় বেশিক্ষণ থাকতে নেই তাই আমরা এবার তাসকীন আর সানী ইস্যুতে রিজার্ভের টাকা লুটের দাবী থেকে সরে আসলাম। এমন কি ভুলে ও গেলাম।

এর মধ্যেই ঘটে গেল নিজামীর হাতে মৃত্য পরওয়ানা পৌঁছে দেবার ঘটনা। এটা জামায়াতের ঘরোয়া ইস্যু বলে ওদিকে খুব একটা আওয়াজ হলোনা। তাছাড়া এত সময় কোথায়? খালি ইস্যুর উপরে ইস্যু!

কুমিল্লা ক্যান্টমেন্টে তরুণী ধর্ষণ এবং হত্যার বিষয়টা নিয়ে ও ফেসবুক বিপ্লবীরা লড়তে অনিহা জানালো। এখানে ও সময় একটা বড় ফ্যাক্টর। তাছাড়া খালি ইস্যুর উপরে ইস্যু!

এখন আমরা আরেকটা বড় ইস্যু নিয়ে প্রোফাইল পিক্‌ চেন্জ করার মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়ছি! রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে উঠিয়ে দেয়া হচ্ছে! হুম! এতবড় কথা! অনলাইন যোদ্ধারা থাকতে তা কিছুতেই হতে দেয়া যাবেনা! পরবর্তি কয়েকদিন এ নিয়ে ফেসবুক সার্ভারে ভালই লোড যাবে।

কয়েকদিন পর আমাদের লাথি মেরে আরেক ইস্যুর উপর ফেলা হবে এবং আমরা তখন সেটা নিয়ে ষ্ট্যাটাস দিতে থাকবো আর কিউট-কিউট ছবি প্রোফাইলে লাগাতে থাকবো।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363360
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:২১
কুয়েত থেকে লিখেছেন : আমরা বিপ্লবি জাতি কিন্তু আমরা জাজের চেয়ে অকাজ করি বেশী। কয়েকদিন পর আমাদের লাথি মেরে আরেক ইস্যুর উপর ফেলা হবে। ধন্যবাদ আপনাকে
২৫ মার্চ ২০১৬ রাত ০৩:০১
301397
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : সময় করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
363372
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : আসসালামু আলাইকুম। ব্লগে একটা উদ্যোগ নেয়া হয়েছে, আপনি ও আছেন সেখানে। আমার পাতায় দেখে নেয়ার অনুরোধ করছি।
২৫ মার্চ ২০১৬ রাত ০৩:০২
301398
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ওয়ালাইকুমাস্‌সালাম। এখুনি যাচ্ছি দেখতে!ধন্যবাদ।
363576
২৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি বহুদিন থেকেই নীরব।

ভাল্লাগেনা হিজিবিজি, শুধু তার গানে আসে ভেসে
363794
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : পটাশিয়াম নাইট্রেট , বিষয়- স্বাধীনতা এবং আমরা
এই বিষয়ে আজ আপনি লেখা পোস্ট করবেন
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৮
301603
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File