দার্জিলিং টু শিলিগুঁড়ি টু নিউজলপাইগুঁড়ি
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৯ আগস্ট, ২০১৫, ১২:৫৮:৩২ দুপুর
গত পর্বের পর হতে
মাথাব্যথা ও বিরক্তি চরমে উঠলে ড্রাইভারকে ভাঙ্গা ভাঙ্গা হিন্দীতে বললাম (ব্যাটা বাংলা খুব কম বুঝে)ঃ
“ইয়ে ড্রাইভার সাব, তুম মিউজিক বন্ধ করতা হ্যায়।”
ড্রাইভার মিউজিক বন্ধ করে দিল। তবে শ্লিভলেস মডার্ন তরুণীটি বিরক্ত হলো।
বললোঃ হ্যালো ব্রাদার, আই এম এনজয়িং ভেরি মাচ দিজ নাইস মিউজিক। ডু ইউ ফীল বদার?
আমিঃ লাস্ট নাইট হ্যাড নট এ গুড স্লীপ এট অল এন্ড ওয়েকড আপ এট থ্রী থার্টি এএম। দেয়ারফর ফীলিং এ বেড হেডেক। সরি ফর স্টপিং দ্য মিউজিক। আই ডোন্ট মাইন্ড ইফ ইউ হীয়ার স্লো মিউজিক সাচ এজ মিউজিক অব হেমন্ত মুখার্জী, লতা মঙ্গেশকর, অলকা ইয়াগনিক, তালাত মাহমুদ, সন্ধ্যা মুখার্জী, মান্না দে, জগজিৎ সিং.....।
-- ওহ! ভেরি ওল্ড সং। ইউ আর ভেরি ব্যাকডেটেড। হিহিহি। (মনে মনে আওড়ালুম, তুমি কতটা আপডেটেড তাতো পোশাক আশাকেই বুঝতে পারছি)।
-- ওল্ড ইজ গোল্ড। ইউ সী, দি আপীল অব দ্য মিউজিক ইউ আর হিয়ারিং নাউ উইল বি ল্যাপসড আফটার দু অর থ্রী ইয়ারস। বাট দ্য আপীল অব দ্য মিউজিক অব দ্য সিংগারস দ্যাট আই হ্যাভ জাস্ট মেনশনড উইল বী রিমেইনড ফরইভার।
--হুম, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম?
-- বাংলাদেশ। ইউ?
--আই এম অ্যান ইন্ডিয়ান।
-- আর ইউ অ্যা বুড্ডিস্ট? (কৌতুহল থেকে এটা জিজ্ঞেস করলাম)।
-- নো, আই এম এ মোহামেডান (ভারতের মুসলমানরা নিজেদের মোহামেডানও বলে থাকেন)।
ধাক্কা খেলাম বেশ। একটি অমুসলিম রাষ্ট্রের মুসলমান তরুণী, তার এই অর্ধনগ্ন বেশ? মনে মনে বললাম-তোমাদের মত মোহামেডানদের জন্যই মুসলমানদের আজ এই দুর্দশা।
-- হোয়াট ডু ইউ ডু? বিজনেস, জব আর স্টাডি?
-- আই এম অ্যা স্টুডেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যাট জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লী। নাউ গোয়িং দেয়ার। আই উইল ফ্লাই ফ্রম বাগডোকরা এয়ারপোর্ট।
--হুম। উইশিং ইউর সেইফ জার্নি।
--থ্যাংক ইউ।
কিছুক্ষণ বিরতি।
-- হাউ হ্যাভ ইউ এনজয়ড অ্যাট দার্জিলিং।
-- নাইস। ইট ওয়াজ রিয়েলী ওয়ান্ডারফুল। নেক্সট টাইম আই উইল কাম উইথ মাই ফ্যামিলি ইনশাল্লাহ।
-- ওকে। এগেইন ওয়েলকাম ইন ইন্ডিয়া উইথ ইউর ফ্যামিলি।
-- ইউ আর অলসো মোস্ট ওয়েলকামড ইন বাংলাদেশ।
গাড়িতে দুইজন উড়িষ্যার লোক ছিল। তারা বাংলা, হিন্দী, ইংরেজী, নেপালী কোন ভাষাই বুঝে না। তবে তারা আমার সাথে কথা বলতে খুব আগ্রহী। ইশারায় যতটা সম্ভব কথা বললাম তাদের সাথে।
গল্পে গল্পে একসময় শিলিগুঁড়ি এসে পৌছলাম। তবে আমাকে এবার যেতে হবে নিউজলপাইগুঁড়ি। সেখান থেকে কোলকাতার সরাসরি ট্রেন পাওয়া যায়। কিছু বাড়তি টাকা দেওয়ায় ঐ জীপই পৌছে দিল নিউজলপাইগুঁড়ি। এছাড়া জীপটি মেয়েটিকে বাগডোকরা এয়ারপোর্ট পৌছে দিবে, তাই NJP (New Jalpaiguri) হয়েই যেতে হবে।
NJP নেমে আগে রেল এর টিকেট কাটতে গেলাম। ভারতের রেলসেবা খুব ভাল, তবে টিকেট এর ক্ষেত্রে দালালদের খুব দৌড়াত্ব্য। একটু বোকামীর জন্য দালাল হতেই চড়া দামে টিকেট নিতে হলো। ট্রেন এর নাম উত্তরবঙ্গ এক্সপ্রেস, ছাড়বে বিকেল ৫টা ৫০ মিনিটে। এতক্ষণতো আর বসে থাকা যায় না, এছাড়া ভ্রমণক্লান্তিতে একটু টায়ার্ড। তাই নিকটদূরত্বে কয়েকঘন্টার জন্য একটি হোটেল ভাড়া নিলাম।
দার্জিলিং এর আরো কিছু ছবি দিলামঃ
আগামী পর্বে কোলকাতা ভ্রমণ নিয়ে থাকছে বিস্তারিত।
বিষয়: সাহিত্য
১৬৮৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উরিয়া রা তো বাংলা বোঝে জানতাম। নিউ জলপাইগুড়ি সুন্দর শহর।
মন্তব্য করতে লগইন করুন