পর্যটকদের সুবিধার্থে এবার রেল যাচ্ছে কক্সবাজারে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ আগস্ট, ২০১৫, ০৩:০৫:৪৯ দুপুর
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রও এটি। সড়ক পথের ঝক্কি-ঝামেলা এড়িয়ে যাতে আরাম-দায়ক রেলে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছা যায় সে পদক্ষেপ নিয়েছে সরকার। তাই চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পর্যন্ত ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১০০ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করবে বাংলাদেশ সরকার। এরমধ্যে আরও রয়েছে ঢাকা-চট্টগ্রাম করিডরে টঙ্গী-ভৈরববাজার-আখাউড়া মিটার গেজ ডাবল ট্র্যাকে রূপান্তার, ঢাকা-চট্টগ্রাম করিডরে লাকসাম-চট্টগ্রাম মিটার গেজ ডাবল ট্র্যাকে প্রতিস্থাপন এবং ফৌজদারহাট-চট্টগ্রাম বন্দর সেকশনের মিটার গেজ ডাবল ট্র্যাককে রূপান্তার করা। তাছাড়া ভবিষ্যতে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত গুনদুম পর্যন্ত ২৮কিলোমিটার রেলপথ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রকল্পটি বাস্তবায়িত হলে রেল পথে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যাতায়াত করতে পারবে পর্যটকরা।
বিষয়: বিবিধ
৮৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন