সিটি পাবলিক বাস

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১০ মে, ২০১৫, ১০:৪৭:৪৯ সকাল

"উস্তাদ ডানে চাপেন বাঁয়ে পেলাসটিক"

হেলপার ছেলেটার জোরসে হাকঁ।

এর নাম সিটি পাবলিক বাস।

কেউ বলে মুড়ির টিন

সিটে খুব ময়লা, গা করে ঘিনঘিন।

গরমে ঘামছি লাগছে হাঁসফাঁস,

এর নাম সিটি পাবলিক বাস।



সিট আছে খালি নাই,

ফ্যান আছে চালু নাই,

ভাড়া আছে তাড়া নাই

ধূলাবালি ফ্রী আছে

পরাণটা যাই যাই।

হেলছে দুলছে

যাচ্ছেতো থামছে,

আগুনঝরা গরমে

যাত্রীরা ধুঁকছে,

মহাসুখে ড্রাইভার

বিড়িটা ফুঁকছে।

বেরসিক সার্জেন্ট দিল এক ইশারা,

মুখ শুকিয়ে আমসি ড্রাইভার বেচারা।

এই বুঝি লাগলো ইয়া বড় মামলা,

যাত্রীরা উসখুঁস এ কোন ঝামেলা।

হেলপার দিল তারে শ দুয়েক গুজে

মুচকি হেসে সার্জেন্ট নিল তা বুঝে।

লেডিস সীটে বসে আছেন জেন্টেলম্যানটা,

বারকয়েক খেয়ে নিল নারীদের মুখঝামটা,

নির্বিকার তবু তিনি মহাবীর ভঙ্গি,

আশেপাশে পেয়ে গেলেন জনাকয়েক সঙ্গী।

যুক্তিহীন তাদের উদ্ভট সব তর্কে,

রণক্লান্ত নারীরা গেল বেশ ভড়কে।


আচমকা শোনা যায় তারস্বরে চিত্‍কার,

মোবাইলটা গেল কই এ কোন কারবার?

পকেটমারের খপ্পড়ে পড়ে করে শুধু হাহাকার।



যানজটে পড়লো শত শত বাস কার,

ঘন্টা ছুঁই ছুঁই নড়াচড়া নেই আর।

ধুঁকপুক ধুঁকপুক যায় যায় প্রাণটা,

বল কখন পৌছবে পাবলিক বাসটা ?

বিষয়: সাহিত্য

১০৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319180
১০ মে ২০১৫ সকাল ১১:১৮
আওণ রাহ'বার লিখেছেন : Hot Hot Hot Hot Hot Hot Hot Hot Hot Hot Hot Hot
১০ মে ২০১৫ দুপুর ০১:৩২
260329
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : <:-P <:-P <:-P <:-P <:-P
319197
১০ মে ২০১৫ দুপুর ১২:৩৭
egypt12 লিখেছেন : আধ ঘন্টার পথ দুই ঘণ্টায় যাই
এমন সুবিধা শুধু এখানেই পাই
১০ মে ২০১৫ দুপুর ০১:৩২
260328
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এর নাম সিটি পাবলিক বাস।
319249
১০ মে ২০১৫ বিকাল ০৫:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রতিদির চড়তে চড়তে এখন এমিরেটস এর এক্সিকিউটিভ ক্লাস বলে মনে হয়!!
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
260373
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
319282
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
শেখের পোলা লিখেছেন : এক যে ছিল মজার দেশ
সব রকমের ভাল,
রাতে সেথায় বেজায় রোদ
দিনে চাঁদের আলো৷
১১ মে ২০১৫ দুপুর ১২:২২
260495
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Angel Angel Applause Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File