রাত তখন দু'টা, আতকে উঠি ভূত- প্রেতের ভয়ে !

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১০ মে, ২০১৫, ১০:৩০:৫১ সকাল

রাত তখন দু'টা । সদর রোডের পাশের বাসার বাউন্ডারী টপকে প্রথম গেট পার হলাম । আরো এক মিনিট হাটতে হবে রুমের দরজায় পেৌছতে

>

>

ব্যাস্ত তম শহরের চারপাশ ছুনসাম নিরবতা । গাছ থেকে ঝরে পড়া পাতা আর আামার প্রিয় পুশি বিড়ালটার হঠাৎ ছুটে চলার শব্দে আমি ভয় পাই ভূত- প্রেতের । আতকে উঠি । থমকে দাড়াই । কাকে ডকাবো ?

>

>

ভয়ে ভয়ে আরো দু’পা বাড়াই সামনে । ততক্ষণে বাবার গেটের কাছে চলে এসেছি ।প্রচন্ড রাগী বাবা । কোন ভাবে যদি বুঝতে পারে এত রাতে….. । আমি আরো কিছুক্ষণ দাড়িয়ে থাকি ।

নানার থেমে থেমে নাক ডাকার শব্দ, ঘরের দেয়াল ঘড়ি, এমন কি আমার হাত ঘড়ির টিক টিক শব্দটাও আমার কানে আসছে । ছোট্ট করে একটা ডাক দিলাম “মা” ।

পাচ সেকেন্ড লাগলো না দরজা খুলতে । এমন ভাবে খুললেন যাতে শব্দ না হয়ে বাবা না জাগে ! আমি খালি পায়ে হেটে যাই আমার রুমে । বিছানা গুছনো, মশারী টানানো ! সব ব্যবস্থাই মা করে রেখেছে । এক গ্লাস দুধ দিয়ে বলল “ নে , এটা খেয়ে ঘুমা”

বিছানায় এলিয়ে দিয়ে গা , আমি ভাবি, এত রাত জেগে ছিল মা ।

কত কষ্ট দিয়েছি তোমাকে । ছরি "মা "

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319208
১০ মে ২০১৫ দুপুর ০১:৫২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
260383
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Waiting
319229
১০ মে ২০১৫ দুপুর ০৩:১৯
আবু জান্নাত লিখেছেন : মা সে তো মা-ই, তার কোন বিকল্প নেই। ধন্যবাদ।
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
260384
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আবু জান্নাত ! "মা সে তো মা-ই, তার কোন বিকল্প নেই" ঠিক বলেছেন phbbbbt

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File