শাহবাগ, শাহবাগ!!
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১৯:৪৯ দুপুর
নিত্যদিন শাহবাগ, শাহবাগ,
ভেবে ভেবে আমি হই অবাক।
কয়টা নাস্তিক ফাল পাড়ে,
নাস্তিক মিডিয়া প্রচার করে,
একেবারে ফলাত করে,
তিলকে তাল করে।
বিলানো হয় প্যাকেট বিরানি,
কোল্ড ড্রিংকস আর বোরহানি।
হাজার টাকার নোট ওড়ে,
শাহবাগ এ ভিড় বাড়ে।
শাহবাগ এ রাত নামে, শুরু হয় নষ্টামি,
খোলাখোলি দেহ প্রেম আরো কত ভন্ডামি।
নাস্তিক বান্ধব সরকার,
রাম বামদের অহংকার,
দেয় সেখানে নিরাপত্তার চাদর,
খাটায় যত আছে সরকারি জোর।
হয়না তবু শেষ রক্ষা,
প্রেমিকার থাবায়, পেল একজন অক্কা।
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন