বাংলানিউজ ও বিডিনিউজের পর এবার জনমত নিয়ে ইত্তেফাকের চরম অসততা!

লিখেছেন লিখেছেন হাসান ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১১:২২ দুপুর



ইত্তেফাক:

তারিখ ও সময় - ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২২:৩৫ রাত

ইত্তেফাকের জনমত জরিপ

জালিয়াতি করার আগে

হ্যাঁ- ৫৮.৪%; না ৪১.৫% ; মন্তব্য নেই- ০.১%

ফলাফল জালিয়াতি করে তাদের প্রিন্ট সংস্করনে দিয়েছে

হ্যাঁ- ৩৫%; না ৬৫%

মোট ভোটার ৭৭৯৮ জন

বিডিনিউজ - ১৮ ফেব্রুয়ারি

রোববারের নিয়মিত জরিপে পাঠকের কাছে জানতে চাওয়া হয়েছিল- ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। সারাদেশে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনি কি একমত?’



জালিয়াতির আগে

হ্যাঁ ৩৫% না ৬৫%

ভোটার সংখ্যা ১৪০১৬ জন।

ফলাফল জালিয়াতির পর

হ্যাঁ ৯০% না ১০%

ভোটার সংখ্যা ১৯৭৩২ জন।

আজ তারা সে চুরিকে বৈধতা দিতে নিজেদের পক্ষে সাফাই গেয়ে উল্টো একটি নিউজ করেছে! দেখেন কতটা মূর্খ! সে নিউজটি পড়লেও কিন্তু ওদের চুরির ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠবে। জরিপের ফলাফল জালিয়াতির বিষয়টি বিডিনিউজ কর্তৃপক্ষ নিজেরাই স্বীকার করল বিষয়টি ব্যাখ্যা করে বিডিনিউজের মুখপাত্র বলেন, “একই আইপি থেকে অবিরত ভোট দেয়ার ঘটনা চিহ্নিত করার পর একই আইপি থেকে অতিরিক্ত ভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেয়ার ব্যবস্থা করা হয়।” অথচ বাস্তবতা হলো বিডিনিউজে একই আইপি থেকে ১ বারের অধিক ভোট দেয়া যায় না। যা যে কেউ পরিক্ষা দেখতে পারেন। আর এতেই বুঝা যায়, ডাল মে কুচ কালা হায়!

তার মানে ফলাফল তাদের পছন্দমত না হওয়ার কারনে তারা ভোট বাতিল করে ফলাফলে ব্যাপক জালিয়াতি করেছে।

বাংলানিউজ- ৬ ফেব্রুয়ারি

প্রশ্ন ছিল শাহবাগের চলমান আন্দোলনকে সমর্থন করেন কিনা?



জালিয়াতির আগে - বিকাল ৫ টা ৮ এ

হ্যাঁ ৩৮৩৫ না ১৪৬৬৮

জালিয়াতির পর - বিকাল ৫ টা ২০ এ

হ্যাঁ ১৫৪৯২ না ৩৩৩

বি. দ্রি. তরুণ প্রজন্ম ফেসবুক ও ব্লগে তাদের জালিয়াতির প্রমাণ পেশ করা পর বাংলানিউজ জরিপের ফলাফলটি সরিয়ে ফেলে। উল্লেখ্য সবগুলো জনমত জরিপের ফলাফল তাদের বিপক্ষে যাওয়ায় তথা দেশের জনগণের পালস বুঝতে পারার পর বাংলানিউজ জনমত জরিপ বন্ধ রেখেছে।



সব চেয়ে মজার ব্যাপার হলো ব্লগ আসার পর প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যা ইচ্ছা তাই করতে পারে না।

আগে এই ২ মিডিয়া নিয়ন্ত্রন করত মিডিয়া এখন এদের নিয়ন্ত্রন করবে অনলাইন এক্টিভিস্টরা।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া কোন হলুদ সাংবাদিকতার আশ্রয় নিলে তা বিচক্ষণ ব্লগারদের নজর এড়াতে পারেনি। ফলে হলুদ সাংবাদিকতার জন্য ব্লগারদের কলমের আঁচড়ে নাস্তাবুদ হতে হচ্ছে এসব মিডিয়াকে।

বিষয়: বিবিধ

২৮৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File