তাজা মাছের দাওয়াত

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৭ আগস্ট, ২০১৩, ০৮:৪৮:০২ রাত

তরতাজা মাছ কে কে খাবেন?

নগদ নগদ হাত তোলেন।

ছোট মাছ খান কি?

টেংরা, পুঁটি, কাচকি।


Bee Bee Bee



বড় মাছও আছে বেশ,

রুই, কাতল জম্পেশ।

কার্প, মৃগেল, তেলাপিয়া,

শিং,মাগুর, চিংড়ি, বাইলা।






একেবারে তরতাজা,

এমন পাওয়া নয়কো সোজা।

পেঁয়াজ মরিচে কাচকি রান্না,

আহ! কিযে স্বাদ ভোলা যায়না!
Drooling Drooling

Bee Bee Bee Bee Bee

রুইয়ের পেটি, শিং এর ঝোল,

চিংড়ি মাছের শ্রিম্প রোল।

বাইন মাছ আর কৈ এর ভুনা, Cook Cook

আহ! কি মজাদার রান্না!
Drooling Drooling

Bee Bee Bee Bee



সকল মাছই বিষবিহীন,

নেই কোন ফরমালিন।

জিভের লালা না ঝরিয়ে,

চলে আসুন মোদের গাঁয়ে।




শিং, টেংরা, মাগুর,

আছে পুকুরে ভরপুর।

কাতলের ঘন্ট, রুইয়ের পেটি,

বিছিয়ে দিমু শীতল পাটি।

তাজা মাছের দাওয়াত দিলাম,

আমগো বাড়িত আইয়ো।

সুন্দর করে বসতে দিমু,

আরাম করে খাইয়ো।

বিষয়: বিবিধ

৪৭০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File