۞۞ জেনে নিন স্বর্ণের ওজন... কত গ্রাম = কত ভরি?? ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ আগস্ট, ২০১৩, ০৮:৩৭:৩৬ রাত



জেনে নিন স্বর্ণের ওজন... কত গ্রাম = কত ভরি????

বাঙ্গালী হিসেবে আমাদের সবার পরিবারেই কম-বেশি স্বর্ণের ব্যবহার র‌য়েছে। একারণে আমাদের সবাইকেই মোটামুটি স্বর্ণ কেনা-কাটা করতে হয় বিভিন্ন প্রয়োজনে। আমাদের দেশে সাধারনত স্বর্ণ বিক্রির একক হিসেবে "ভরি" ব্যবহার করা হয়। আর আমরাও ভরি'র হিসেবটাতেই অভ্যস্ত হয়ে উঠেছি।

কিন্তু বিদেশে স্বর্ণ কিনতে গেলে আপনি ভরি হিসেবে কিনতে পারবেন না। কারণ, বিদেশে স্বর্ণ বিক্রির একক হিসেবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক "কিলোগ্রাম" ব্যবহার করা হয়। যার ভগ্নাংশ হচ্ছে "গ্রাম"। স্বর্ণ যেহেতু অনেক মূল্যবান, তাই লোকে অত্যন্ত অল্প পরিমাণে এটা কিনে থাকে। তাই স্বর্ণের ওজন পরিমাপে "গ্রাম" ই বেশি ব্যবহার হয়।

আমরা অনেকেই জানি না, যে কত গ্রাম-এ কত ভরি হয়। এটা জানা থাকলে আপনি দেশ-বিদেশে স্বাচ্ছন্দে স্বর্ণ কেনাকাটা করতে পারবেন। সেই সঙ্গে দামের পার্থক্যটাও ধরতে পারবেন।

৮ আনা = ৫.৮৩২ গ্রাম

১৪ আনা = ১০.২০৬ গ্রাম

১ ভরি = ১১.৬৬৪ গ্রাম

সুত্রঃ

রাসেল আরেফিনের ব্লগ থেকে নেয়া হয়েছে।



৬৩ কেজি ওজনের আংটি..গ্রীনিচ বুকে নাম উঠেছে...



আমার অফিস থেকে সামান্য দুরে----প্রতিদিন আংটিটি দেখি--



এই দোকানে বিরাট এই আংটিটি রাখা হয়েছে..(দুবাই ওল্ড গোল্ড মার্কেট, দেইরা বাজার, দুবাই)



মার্কেটের প্রবেশ গেইট..এই রকম আরো তিনটি গেইট রয়েছে।



এই মার্কেটে ১৮,২১,২২,২৪ ক্যারেটের স্বর্ণ পাওয়া যায়--



একটি শো রুমে সাজানো স্বর্ণ.....................



দুবাইতে স্বর্ণের দাম জানতে চাইলে ক্লিক করুন--

http://www.khaleejtimes.com/index00.asp

মনে রাখবেন ১ ভরি = ১১.৬৬৪ গ্রাম---

বিষয়: বিবিধ

৪৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File