সংস্কৃতি
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২২ জানুয়ারি, ২০১৩, ০২:০৬:২৩ দুপুর
চ্যানেলে চ্যানেলে আজ স্বল্পবসনা,
তাই দেখে বিবসনা হয় আমাদের ললনা ।
ছুঁড়ে ফেলে পোষাক আশাক হয় আধুনিক,
পর্দা মানলে জংলি বলে জানায় তাঁদের ধিক।
চারদিকে বল্গাহীন নগ্ন সংস্কৃতির জয়,
দিনে দিনে বেড়েই চলে সীমাহীন নৈতিক অবক্ষয়।
ড্যাম কেয়ার ভাব সদা বিশ্ব করবে জয়,
নগ্ন না হলে তবে সেটা কি আর হয়?
বাবা মায়ের হিতোপদেশ লাগে বিষময়,
তারা নাকি আনকালচারড সে দিন এখন নয়।
চাইনীজ খাও ঝুলে পড়,
এটা ছাড়, ওটা ধর।
ছ্যাকা খাও, ছ্যাকা দাও,
পার্কে যাও, মাস্তি কর।
এটাই নাকি আধুনিকতা, এটাই সংস্কৃতি,
কুশিক্ষায় অল্প বয়সেই ধরে ভীমরতি।
ধর্ষিতা আর এসিডদগ্ধা যতদিন না হয়,
ততদিন অলীক চাকচিক্যে বুদ হয়ে রয়।
ঘুম থেকে জেগে দেখে আর বেলা নাই,
কোনবা পথে এবার নিতাইগঞ্জে যায়?
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন