সত্যিকারের ইলম অর্জন করতে চান? তো আপনাকে অবশ্যই নিম্মের ওয়েবসাইট সমূহে ভিজিট করতে হবে।

লিখেছেন লিখেছেন ঈগল ২২ জানুয়ারি, ২০১৩, ০২:২৯:৪৯ দুপুর

এই সাইটগুলিতে আপনারা পাবেন ইলম অর্জনের জন্য প্রচুর মৌলিক বই। এছাড়াও পাবেন অডিও, ভিটিও লেকচার।

তো ব্রাদার, সকল তন্ত্র মন্ত্র থেকে মুখ ফিরিয়ে আগে ইলম অজর্ন করুন। তারপর না হয় কোন তন্ত্র মন্ত্রে যাবেন অথবা সত্যিকারের মুসলিম হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে মৃত্যু বরণ করবেন বা শহীদ হবেন।


১. ইসলামের আলো

২. সরল পথ

৩. দাওয়াহ ইলাল্লাহ

৪. জসীমুদ্দীন রাহমানীর লেকচার

৫.ইসলামী বই

(পর্যায়ক্রমে বাংলাভাষার সকল ইসলামী ওয়েবসাইট সমূহের লিংক দেওয়া হবে ইনশাআল্লাহ)

সম্মাণিত ভাইয়েরা, আসুন আমরা নিজেরা দ্বীন শিক্ষা করি এবং অন্যকে তা করতে উৎসাহিত করি । অনুগ্রহ করে এই সাইটগুলি অপর ভাইয়ের কাছে পৌঁছে দিন।

মনে রাখবেন, শুধু পড়েই ইলম অর্জন করা যায় না। প্রয়োজন হক্কানী আলেমদের সাথে যোগাযোগ। হক্কানী আলেমে দ্বীন চিনার প্রথম উপায় হচ্ছে, তারা দলীল ভিত্তিক আলোচনা করেন এবং এবং প্রমাণ চাইলে নিরাশ করন না।

বিষয়: বিবিধ

১৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File