চাঁদে সাইদী সাহেবের ছবি
লিখেছেন লিখেছেন শাজিদ ০৩ মার্চ, ২০১৩, ০৬:০০:০২ সন্ধ্যা
সত্য কথা বলব? কাল গভীর রাতে চাঁদে আমিও ছবি দেখেছি এবং স্পষ্ট কথোপ কথন শুনেছি তবে সাইদী সাহেবের নয়। মাননীয় আইনপ্রতিমন্ত্রী আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুই জনই বিরোধী দলীয় আন্দোলন ঠেকানোর জন্য সেনা বাহিনী নামানো নিয়ে তুমুল তর্কে জড়িয়ে পড়েছেন। তারা একমত হতে পারেন নাই তবে উচ্চ পর্যায়ের ধাক্কায় আইনপ্রতিমন্ত্রী জিতে গেছেন বগুড়ায় সেনা বাহিনী নেমেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রদ্ধ হয়ে বলেন সেনা বাহিনী নামিলেও তাহা তিনি স্বীকার করবেন না।
ঘটনাটি আমি ঘুমের মধ্যে দেখতে ছিলাম, ঘুম ভেঁঙ্গে যাবার পর দ্রুত বাহির হয়ে চাঁদের দিকে তাকিয়ে দেখি যাহা আমি ঘুমের মধ্যে দেখতে ছিলাম তাহা সত্য, মন্ত্রীদ্বয় তখনও বসে আছেন। এরই মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বিবি দুই কাপ চাঁ নিয়ে আসেন এবং বলেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে আজ তোমাদেরকে চাঁদে বসে ঝগড়া করতে হতো না আমি শুদ্ধি অভীযান চালিয়ে দিতাম হা হা হা ।
বিষয়: বিবিধ
১৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন