পবিত্র কোরান পাঠকে রিংটোন হিসাবে ব্যবহার না করার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি।

লিখেছেন লিখেছেন শাজিদ ২৩ জানুয়ারি, ২০১৩, ০৭:২৫:১৯ সন্ধ্যা

মোবাইল ব্যবহারকারী সকল মুসলমান ভাইবোনকে একান্ত ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাকে ভূল বুঝবেন না। আমি জানি, মুসলমান ভাইবোন অনেকেই পবিত্র কোরান পাঠকে মহব্বত করেই মোবাইলে রিংটোন হিসাবে ব্যবহার করেন, এমন কি আমি নিজেও কিছুদিন করেছিলাম।

পবিত্র কোরান পাঠকে রিংটোন হিসাবে ব্যবহার না করার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আল্লাহপাক পবিত্র কোরানে বলেছেন "ফাইজা কুরিয়াল কোরআনু ফজতামেয়ু লাহু ওয়ানচেতু লা'আল্লাকুম তোরহামুন" যার মর্মত্ব হচ্ছে, যখন কোথাও কোরান পাঠ করা হয় এবং শুনা যায় তখন সমস্ত দুনিয়াবী ত্যাগ করে পবিত্র কোরান পাঠ শ্রবন কর। এটি বাঁন্দার প্রতি আল্লাহর হকুম। এখন আপনি/আমি যদি পবিত্র কোরান পাঠকে মোবাইলে রিংটোন দিয়ে রাখি তখন কি করি? পবিত্র কোরান পাঠ বন্ধ করে কলারের জবাব দিই, তাহলে ফলাফল কি দাঁড়াইল? যাহা মহব্বত করি তাহা আমি/আপনি নিজেই বন্ধ করে দিলাম, একই সাথে আল্লাহর হকুম অমান্য করিলাম। এটি কি গুনাহের কাজ নয়? আমি নিজে কয়েকদিন ব্যবহার করার পর যখন পবিত্র কোরান পাঠ শ্রবন বন্ধ করাটা আমার ভূল/দোষ হচ্ছে বুঝে এসেছে তখনই আমি রিংটোন পরিবর্তন করে নিই। আল্লাহ আমরা সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File