বস্তুবাদী চিন্তাভাবনা ফলাফল...............

লিখেছেন লিখেছেন বিবেকবান ০৯ জানুয়ারি, ২০১৬, ০৪:৩৩:৫৮ বিকাল

............... বস্তুবাদী চিন্তাভাবনা যে বিশ্বের জন্য কতটুকু মারাত্নক হতে পারে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী।ফ্যান্সিস ফুকুয়ামা( Francis Fukuyama) তার The End of History and the Last Man লেখনীতে দেখানোর চেষ্টা করেছেন যে বর্তমানে পশ্চিমা সভ্যতার এবং গনতন্ত্রের শ্রেষ্ট সময় এবং এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভাল সময়।What we may be witnessing is not just the end of the Cold War, or the passing of a particular period of post-war history, but the end of history as such: that is, the end point of mankind's ideological evolution and the universalization of Western liberal democracy as the final form of human government. আসুন দেখি তাদের সভ্যতার অনুসারীদের আসল রুপ এবং এই রুপের আড়ালের কালো রুপ......

 অর্থনৈতিক মন্দার সময়(২০০৮)যখন লেমন ব্র্যাদার্সের পতন হলো তখন সারা বিশ্বের ঋণের পরিমাণ ছিল ৫৭ ট্টিলিয়ন মার্কিন ডলার কিন্তু ২০১৪ সালে এসে সেটি দাঁড়িয়েছে ১৯৯ ট্টিলিয়ন মার্কিন ডলারে।

 গ্রিস,স্পেন,পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশ আজ রাষ্ট্রীয়ভাবে দেউলিয়া ঘোষনা করা হচ্ছে আর পেছনে মূলত দায়ী তাদের বিলাসী জীবন,উচ্চ দালানকোঠা নির্মাণ এবং অনুৎপাদন খাতে অতিরিক্ত বিনিয়োগ......

 সুইডেন,নরওয়ে,জার্মানিসহ নানা দেশে আজ প্রনোদনা দেওয়ার পরও লিভ-টু-গেদারে অভ্যস্ত জাতিকে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাওয়ার পথ বাতলে দিতে পারছে না।তাইতো তারা শরণার্থী নিচ্ছে আর আমরা ভাবছি তাদের মহানুভবতার কথা।বড়ই সেলুকাস......

 কর্পোরেট ঋণ উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ১৮ ট্টিলিয়ন মার্কিন ডলার যা নির্দেশ করে ভোগবাদী সমাজের নির্মম চিত্রকে...

 ইউরোপ আমেরিকায় একেবারে পশুর মতো নারী-পুরুষের অবাধ মেলামেশা চালু রয়েছে এবং যে কোন নারী ও পুরুষের মিলনে কিছুমাত্র বাধা নেই।এর মাধ্যমেই সমকামীতার উদ্ভব এবং সেটা পুরুষের মধ্যেই নয় নারীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে......

 চীনের স্বাস্থ্য মন্ত্রনালয় ২০১৩ সালে যে তথ্য অবমুক্ত করেছে তাতে দেখা গেছে ১৯৭১ থেকে ২০১২ সাল পর্যন্ত চীনে ৩৩ কোটি ৬০ লক্ষ গর্ভপাত করা হয়েছে সেটি ইউএসএ ()এর চেয়েও বেশী।প্রতিবছর প্রায় ১ কোটি ৩০ লক্ষ......

 ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয় দেওয়া তথ্য মতে বার্ষিক গর্ভপাত ৬ লক্ষ ৩০ হাজার কিন্ত সম্ভবত এই সংখ্যাটি ৬০ লাখেরও বেশী...

 ২০০১ সালের পর আজ পর্যন্ত প্রায় ১০ লক্ষ লোখ মারা গেছে ঐ পশ্চিমাদের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে আর ফুলে ফেপে উঠেছে পশ্চিমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি ও যুদ্ধের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো......

.............. পশ্চিমাদের এই বল্গাহারা জীবন ব্যবস্থা এবং জীবনাচারণ ক্রমেই আমাদেরকেও কেউ গ্রাস করে নিচ্ছি।মিডিয়া,রাজনৈতিক ব্যবস্থা,অর্থনৈতিক রীতিনীতি,সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে আস্তে আস্তে ঐ নষ্ট সভ্যতা আমাদের মানসিকতাকে নিয়ন্তণ করছে ফলে বাই প্রোডাক্ট হিসাবে তাদের খারাপ অভ্যাসগুলো আমাদেরকেও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356590
১০ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৫০
Raya লিখেছেন : ধন্যবাদ
১২ জানুয়ারি ২০১৬ রাত ০১:২০
296089
বিবেকবান লিখেছেন : Winking Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File