আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন পথে যাচ্ছে ...............
লিখেছেন লিখেছেন বিবেকবান ১৪ নভেম্বর, ২০১৫, ০৮:১৮:৩১ রাত
............... ছোট শিশু মায়ের কোলে যেমন সুন্দর লাগে তেমনি সুন্দর লাগে যখন এই শিশু বাবার হাত ধরে মসজিদের পানে আসে।আর এর বাইরে সবারই শিশু দেখলে মনে হয় ওর মিষ্টি গালটি ধরে একটু আদর করে দি...
............ সময় পার হওয়ার সাথে সাথে অনেক শিশুই হারিয়ে ফেলে ভালবাসার এ ছোঁয়া হয়ে ওঠে পরিবার,সমাজ এবং রাষ্ট্রের জন্য বোঝা।কিন্তু কেন এমন হয়?সমস্যাটি কোথায়?কেন এত আদরের সন্তানরা নষ্ট অভিধায় অভিষিক্ত হয়।এ দোষ কার? পরিবার,সমাজ নাকি রাষ্ট্রের?আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমাদের শিশুদের জীবনের অর্থ শেখাতে ব্যর্থ হচ্ছে নাকি ভুল আর্দশিক শিক্ষায় শিক্ষিত করছে।
........................ যদি বলা হয় আমাদের দেশের তরুণরা কি ধরনের সমস্যায় ভুগছে তাহলে বের হয়ে আসবে যে এই সম্ভাবনাময় তরুণরা আজ তাদের আইডেনটিটি ক্রাইসিসে ভুগছে।তারা জানে না তারা কে এবং প্রতিটি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে আজ তরুণ সমাজ অন্যদের কপি করতে ব্যস্ত।তাদের চলাফেরা,ফ্যাশন,কথা বলা,পোশাক-আশাকে সবখানেই বাইরের প্রভাব।কারণ এ পরিবার,সমাজ এবং রাষ্ট্র তাদের সঠিক পথ দেখাতে ব্যর্থ হচ্ছে।
........................... জাপানে একটি সময় নানা সামাজিক সমস্যা দেখা দিচ্ছিলো তখন তাদের সমাজ বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখলো আসলে সমস্যাটি তাদের শিক্ষা ব্যবস্থায়।আর্দশিক শিক্ষা ছাড়া আর্দশিক মানুষ গড়ার স্বপ্ন দেখা আর মরীচিকাকে পানি মনে করা সমান কথা।বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের সমাজের ধরন একরকম এবং আমাদের শিক্ষা ব্যবস্থা অন্য রকম।এর ফলে শিক্ষার্থীদের মধ্যে দ্বান্দিকতা সৃষ্টি হয় ফলে না পারে সমাজের সাথে তাল মিলাতে আর না পারে সমাজের বাইরে যেতে।এখন প্রয়োজন এ সমাজের মানুষের মূল্যবোধ এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।সেটি না হলে মানিকের মত ধর্ষণে সেঞ্চুরিয়ান,ঐশীদের মত মা-বাবার হন্তারক,পহেলা বৈশাখে নারীর বস্তহরণকারী সহ সমাজের নানা কিসিমের নোংরা মানুষের জন্ম হতেই থাকবে.........
বিষয়: বিবিধ
১৩৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন