অধ্যাপক গোলাম আজমের জীবন ও কর্ম এবং এক্সক্লুসিভ ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ১৪ জুলাই, ২০১৩, ০৮:৫৬:৫৮ রাত
আগামীকাল জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বিশিস্ট ইসলামিক ব্যক্তিত্ব অধ্যাপক গোলাম আযমের যুদ্বাপরাধ মামলার রায় দিবে আওয়ামী ক্যাঙ্গারু ট্রাইবুনাল..আর তার আগেই আপনাদের সামনে নিয়ে এসেছি তার জীবনের উল্লেখযোগ্য কর্ম ও কিছু এক্সক্লুসিভ ছবি ..
জন্ম :
গোলাম আযম ১৯২২ সালের ৭ নভেম্বর (বাংলা ১৩২৯ সালের ৫ই অগ্রহায়ন) ঢাকা শহরের লক্ষ্মীবাজারস্থ শাহ সাহেব বাড়িতে(তাঁর মাতুলালয়ে) জন্মগ্রহণ করেন।
গোলাম আযমের পিতার নাম মাওলানা গোলাম কবির। মাতার নাম সাইয়েদা আশরাফুন্নিসা।
শিক্ষা
১৯৩৭ সালে জুনিয়র মাদ্রাসা পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এস. এস. সি. পরীক্ষায় মেধা তালিকায় গোলাম আযম ত্রয়োদশ স্থান লাভ করেন। ১৯৪৪ সালে ইসলামিক ইন্টারভিউ কলেজ থেকে আই এ পরীক্ষায় প্রথম বিভাগে ঢাকা বোর্ডে দশম স্থান অধিকার করেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের কাজে জড়িয়ে পড়ায় গোলাম আযম পরীক্ষা দিতে পারেননি এবং ১৯৪৯ সালে দাঙ্গাজনিত উত্তেজনাকর পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে তিনি ১৯৫০ সালে এম. এ. পরীক্ষা দেন এবং দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হন।
ভাষা আন্দোলন :
ভাষা আন্দোলনে গোলাম আজম সরাসরি অংশগ্রহণ করেন ..ভাষা আন্দোলনে তার উল্লেখযোগ্য ভুমিকা হলো :
@ ১৯৪৮ সালের ১১ মার্চ একদল ছাত্র নিয়ে ভাষা আন্দোলনের পক্ষে পিকেটিং করার সময় সদলবলে গ্রেফতার হন এবং তেজগাঁও থানায় বেড়া-বিহীন টিনের ঘরে সাত দিন রোদ বৃষ্টিতে অসহনীয় যন্ত্রণায় ভুগেছেন।
@১৯৪৮ সালের ২৭ নভেম্বর ঢাকায় সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে গোলাম আযম রাষ্ট্রভাষা ও পূর্ব পাকিস্তানের সামগ্রিক দাবী সম্বলিত ঐতিহাসিক ‘অভ্যর্থনা স্মারকলিপি’ প্রদান করেন। উল্লেখ্য, ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) জি.এস. ছিলেন।
@ ১৯৫২ সালে মার্চের ৬ তারিখে রংপুরে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে গ্রেফতার হয়ে একমাস রংপুর জেলে অন্তরীণ ছিলেন।
@২১ ফেব্রুয়ারী যাতে পালন করতে না পারেন তার জন্য ১৯৫৫ সালের ৬ ফেব্রুয়ারী তাকে গ্রেফতার করা হয় এবং দু মাস পরে হাইকোর্টের নির্দেশে মুক্তি লাভ করেন।
@ ১৯৫৫ সালে কারান্তরীণ অবস্থায় রংপুর কারমাইকেল কলেজের চাকুরী থেকে তাকে অব্যহতি দেয়া হয়। গভর্নিংবডির পক্ষ থেকে জেলে তাকে চিঠি পাঠিয়ে জানানো হয় যে, বার বার গ্রেফতার হওয়ায় ছাত্রদের পড়ার ক্ষতি হয় বলে কলেজে তাকে আর প্রয়োজন নেই।
জামায়াতে ইসলামীতে যোগদান :
১৯৫৪ সালের এপ্রিলে জামায়াতে ইসলামীতে সহযোগী (মুত্তাফিক) হিসেবে যোগদান করার পর ১৯৫৫ সালে গ্রেফতার হয়ে রংপুর কারাগারে অবস্থানকালেই জামায়াতের রুকন হন। ১৯৫৫ সালের জুন মাসে তিনি রাজশাহী বিভাগীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিযুক্ত হন। এর এক বছর পর তাঁকে পূর্ব পাকিস্তান জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী বিভাগীয় আমীরের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৭ সালের অক্টোবর মাসে গোলাম আযমকে তদানীন্তন পূর্ব পাক জামায়াতের জেনারেল সেক্রেটারি নিযুক্ত করা হয়। একাদিক্রমে এক যুগ তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের শেষ দিকে তাঁর উপর পূর্ব পাকিস্তান জামায়াতের আমীরের দায়িত্ব অর্পণ করা হয়।[৫] ১৯৭১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্বের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের এক্সক্লুসিভ কিছু চিত্র ...
পূর্ব পাকিস্থানের অধিকার আদায়ে দাবী দাওয়া তৈরীতে প্রায়শই একত্রিত হয়েছেন তৎকালীন জাতীয় নেতারা। এমনি একটি সভায় ডান থেকে অধ্যাপক গোলাম আযম, পীর মোহসেন উদ্দীন দুদু মিয়া (ইংরেজ বিরোধী বিপ্লবী হাজী শরীয়াতউল্লাহর ছেলে), মোহাম্মদ আলী, খন্দকার মোশতাক আহমেদ (আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা ও পরবর্তীতে অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী)।
পূর্ব পাকিস্থানের অধিকার আদায়ে আয়োজিত সভা সমাবেশে উপস্থিত থেকেছেন অধ্যাপক গোলাম আযম। এমনি একটি গুরুত্বপূর্ণ রাউন্ড টেবিল কনফারেন্সে বাম হতে ২য় অবস্থানে তাকে দেখা যাচ্ছে।
প্রেসিডেন্ট আইয়ুব খান (সর্ববামে) বিভিন্ন দাবী দাওয়ার প্রেক্ষিতে তৎকালীন পূর্ব পাকিস্থানের জাতীয় নেতৃবৃন্দের সাথে মিলিত হন। ডান থেকে অধ্যাপক গোলাম আযম, পীর মোহসেন উদ্দীন দুদু মিয়া, মোহাম্মদ আলী, খন্দকার মোশতাক আহমেদ, মাওলানা মুফতি মাহমুদ, চৌধুরী মোঃ আলী (পাকিস্থানের প্রধানমন্ত্রী)
আইয়ুববিরোধী আন্দোলনে সকল দলকে নিয়ে সম্মিলিত আন্দোলনে তৎকালীন জামায়াতের আমীর অধাপক গোলাম আযমের ভূমিকাও ছিল অগ্রগণ্য। প্রায় প্রতিটি জোট বদ্ধ আন্দোলনে তিনি ছিলেন অগ্রগামী, আওয়ামী লীগ এটি ভালোভাবেই বুঝত। শেখ মুজিবুর রহমানের সাথে আন্তরিক পরিবেশে সভা করছেন অধ্যাপক গোলাম আযম (ডান থেকে ২য়)
স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সকল বিরোধী দলের সমন্বয়ে গঠিত হয় ডাক জোট। কিন্তু দুঃখজনক ভাবে আওয়ামী লীগ এতে সবার উপরে ছড়ি ঘোরানোর সম্ভাবনা না থাকায় যোগ দেয়নি। পরে অন্যতম পুরোধা ছিলেন অধ্যাপক গোলাম আযম। সর্বদলীয় সভায় অন্যতম মধ্যমনি হিসাবে দেখা যাচ্ছে তাকে।
শেখ মুজিব ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য অধ্যাপক গোলাম আযমের আহবান।
১৯৭১ সালের ভুমিকা :
১৯৭১ সালের ভূমিকার কথা শুনুন অধ্যাপক গোলাম আযমের নিজ মুখেই ..দেখুন গ্রেপ্তার হওয়ার আগে বাংলাভিশন ও দিগন্তের সাথে সাক্ষাত্কার ..
অধ্যাপক গোলাম আযম রচিত বই:
১. জীবন্ত নামায
২আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক
৩ আসুন আল্লাহর সৈনিক হই
৪ দীন ইসলাম শিক্ষাদানের বুনিয়াদী গলদ
৫
একজন মানুষ যিনি দুনিয়া আখিরাতে অত্যাবশ্যক
৬ ইসলাম ও দর্শন
৭ ইসলাম ও বিজ্ঞান
৮ ইসলামী আন্দোলন: সাফল্য ও বিভ্রান্তি
৯
খাঁটি মুমিন হতে হলে তাগূতের পাক্কা কাফির হতে হবে
১০ মজবুত ঈমান, সহীহ ইল্ম নেক আমল
১১
মানবজাতির স্রষ্টা যিনি বিধানদাতাও একমাত্র তিনি
১২ বিয়ে তালাক্ব ফারায়েয
১৩ মনটাকে কাজ দিন
১৪ নাফস রূহ ক্বালব ;
১৫ প্রশান্তচিত্ত মুমিনের ভাবনা
১৬ রাষ্ট্রক্ষমতার উত্থান-পতনে আল্লাহ তা'য়ালার ভূমিকা
১৭ রাসূলগণকে আল্লাহ তা'আলা কী দায়িত্ব দিয়ে পাঠালেন?
১৮ সৎ লোকের এতো অভাব কেন
১৯ শিক্ষাব্যবস্থার ইসলামী রূপরেখা
২০ তাকদীর তাওয়াক্কুল সবর শোকর
২১ তাওহীদ শিরক ও তিন তাসবীহর হাকীকত
২২ ইসলামী আন্দোলনের কমর্ীদেও প্রাথমিক পুঁজি
২৩ বাংলাদেশ ও জামায়াতে ইসলামী
২৪ জামায়াতে ইসলামীর বৈশিষ্ট্য
২৫ দেশ গড়ার ডাক
২৬ ইসলামী ঐক্যম্চ চাই
২৭ বাংলাদেশের ভবিষ্যৎ ও জামায়াতে ইসলামী
২৮ খাঁটি মুমিনের সহীহ জযবা
২৯ বাইয়াতের হাকীকত
৩০ আদর্শ রুকন
৩১ সহজ বাংলায় আল কুরআনে অনুবাদ ১ম খণ্ড
৩২ সহজ বাংলায় আল কুরআনে অনুবাদ ১ম খণ্ড
৩৩ সহজ বাংলায় আল কুরআনে অনুবাদ ১ম খণ্ড
৩৪ সহজ বাংলায় আল কুরআনে অনুবাদ (আয়াত ও টীকা ব্যতীত, অখণ্ড) s
৩৫ জীবনে যা দেখলাম ১ম খণ্ড
৩৬ জীবনে যা দেখলাম ২য় খণ্ড
৩৭ জীবনে যা দেখলাম ৩য় খণ্ড
৩৮ জীবনে যা দেখলাম ৪র্থ খণ্ড
৩৯ জীবনে যা দেখলাম ৫ম খণ্ড
৪০ জীবনে যা দেখলাম ৬ষ্ঠ খণ্ড
৪১
জীবনে যা দেখলাম ৭ম খণ্ড
৪২ জীবনে যা দেখলাম ৮ম খণ্ড
৪৩ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন
৪৪
রুকনিয়াতের দায়িত্ব ও মর্যাদা
৪৫ রুকনিয়াতের আসল চেতনা
৪৬ পলাশী থেকে বাংলাদেশ
৪৭ জামায়াতে ইসলামীর কর্মনীতি
৪৮ মসজিদের ইমামদের মর্যাদা ও দায়িত্ব
৪৯ অমুসলিম নাগরিক ও জামায়াতে ইসলামী
৫০ আমপারা সারসংক্ষেপ
৫১ ২৯ পারা সারসংক্ষেপ
৫২ বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল ৭৫ সাল
৫৩ ইসলামী সভ্যতা বনাম পাশ্চাত্য সভ্যতা
৫৪ পরিপূর্ণ জীবনবিধান হিসেবে ইসলামের সহজ পরিচয়
৫৫ মুমিনের জেলাখানা
৫৬ বাংলাদেশে ইসলামী ঐক্যপ্রচেষ্টার ইতিহাস
৫৭ স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন
৫৮ আমার দেশ বাংলাদেশ
৫৯ পাকিস্তানে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন
৬০ আলেম সমাজ ও দীনদারদের খিদমতে কতক জরুরি প্রশ্ন
৬১ বিশ্বনবীর জীবনে রাজনীতি
৬২ নবী জীবনের আদর্শ
৬৩ ইসলাম ও গণতন্ত্র
৬৪ ইকামাতে দ্বীন ও খিদমতে দীন
৬৫ দৈনিক ইনকিলাবের সাথে অধ্যাপক গোলাম আযম-এর ঐতিহাসিক সাক্ষাৎকার
৬৬ জাতীয় সংসদে রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি
৬৭ কেয়ারটেকার সরকার পদ্ধতি উদ্ভাবন, প্রস্তাবনা ও আন্দোলন
৬৮ শেখ হাসিনার দুঃশাসনের ৫ বছর
৬৯ ২০০১ সালের নির্বাচনের পর শেখ হাসিনার আজব রাজনীতি
৭০ দীন ইসলামের ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ধারণা
৭১ ভারতীয় আগ্রাসন ও বাঙ্গালী মুসলমান
৭২ রাজনৈতিক দলের সংস্কার (ব-দ্বীপ প্রকাশন)
৭৩ আমার বাংলাদেশ
৭৪ চিন্তাধারা
৭৫ স্টাডি সার্কেল
৭৬ ইক্বামাতে দ্বীন
৭৭ The Establishment at Deen Islam
৭৮ আদম সৃষ্টির হাকীকত
৭৯ মুসলিম নেতাদের এ দশা কেন? প্রতিকার-ই বা কী?
৮০ ধর্মনিরপেক্ষ মতবাদ
৮১ যুক্তির কষ্টিপাথরে জন্মনিয়ন্ত্রণ
৮২ কুরআনে ঘোষিত মুসলিম শাসকদের ৪ দফা কর্মসূচি
৮৩ আল্লাহর দরবারে ধরনা
৮৪ কুরআন বুঝা সহজ
৮৫ মুসলিম মা-বোনদের ভাবনার বিষয়
৮৬ Jamaat-e-Islami: Ideology and Movement
৮৭ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা
৮৮ প্রশ্নোত্তর
৮৯ ইসলামে নবীর মর্যাদা
৯০ বিশ্বনবীর চরিত্র গঠনপদ্ধতি
৯১ ইসলামের পুনরুজ্জীবনে মাওলানা মওদূদীর অবদান
৯২ ইসলামী রাষ্ট্রব্যবস্থা ও মাওলানা মওদূদীর চিন্তাধারা
৯৩ Political Thoughts of Abul A’la Mawdudi
৯৪ ইসলামী ঐক্য ইসলামী আন্দোলন
৯৫ কিশোর মনে ভাবনা জাগে (আইসিএস পাবলিকেশন)
৯৬ আধুনিক পরিবেশে ইসলাম
৯৭ অধ্যাপক গোলাম আযমের কলম থেকে
৯৮ বর্তমান বাংলাদেশে রাজনৈতিক শক্তি
৯৯ শ্রমিক সম্যার স্থায়ী সমাধান
http://ghulamazam.info/book.php
গোলাম আজমকে যুদ্বাপরাধ মামলায় ১২ ই জানুয়ারি ২০১২ তে পুলিশ গ্রেপ্তার করে
এখন দেখবেন গ্রেপ্তার হওয়ার আগে গোলাম আজমের কিছু এক্সক্লুসিভ ছবি
সারা বিশ্বে থেকে গোলাম আজমের প্রতি ভালবাসা
বাগান পরিচর্যায় গোলাম আজম
এই রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে গোলাম আজমকে খেজুর উপহার দিয়ে চিঠি
ঘাদানিকের বিরুদ্বে গোলাম আজমের পক্ষের লোকজনের মিছিল
পরিবারের সদস্যদের সাথে গোলাম আজম
এবার গোলাম আজমের বিরুদ্বে মামলার অভিযোগের খন্ডনের সংক্ষিপ্ত বিশ্লেষণ
এই হচ্ছে গোলাম আজমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত ....
আগামীকাল হয়তো উনার বিরুদ্বে ফাসির রায় দিবে ..কিন্তু জীবন্ত গোলাম আজমের চেয়ে শহীদ গোলাম আজম অনেক অনুপ্রেরণার
বিষয়: বিবিধ
১৮৬৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন