এই যুগ সংকলনের যুগ

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ জুন, ২০১৩, ০৬:৪৫:৩৬ সকাল

এ মুহূর্তে আমার হাতে আছে শফিক সাইফুল সম্পাদিত 'বাংলাদেশের কবি ও কবিতা'। এক মলাটে এত কবিদের স্থানসংকুলান আগে হয়েছে বলে আমার জানা নেই। গত শতকের চল্লিশের দশক হতে এই পর্যন্ত যারা এখনও লিখে চলেছেন এরকম ৫৩৮ জন কবি এখানে কবিতাবন্ধনে আবদ্ধ হয়েছেন। আবুল হোসেন, আল মাহমুদ হতে শুরু করে আমি পর্যন্ত এখানে আছি।

কবিতার সম্পাদনা কবিকেই মানায়, শফিক সাইফুল এই শতকের একজন প্রতিশ্রুতিশীল কবি। এই কাজটি করতে গিয়ে তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন, তা সংকলনটির সৌন্দর্য দেখেই বুঝা যায়। শুধু কবিতার কারনে নয়, বেশ কয়েকটি পদ্যবিষয়ক গদ্যও আছে এখানে- আমার মনে হয়েছে বইটি অনেকের বুকশেল্ফে শোভা পাবে।

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File