জামাআতে ইসলামীর বিরোধীতা করতে গিয়ে মহান আল্লাহর আদেশ লংঘন।
লিখেছেন লিখেছেন ঈগল ১৯ মে, ২০১৪, ১২:৩৭:৫৫ রাত
Click this link
একটি মাত্র ছবি। তাতেই তোলপাড় ব্লগ, ফেসবুক!
কিন্তু যারা জামাআত বা দেওবন্দ বিরোধীতা থেকে
উক্ত ছবিটিকে বিশ্বাস করে
মন্তব্য করছেন বা
পোস্ট করছেন
তাদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিতে চাই মহান আল্লাহর বাণী-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোন ফাসেক তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখ৷ এমন যেন না হয় যে, না জেনে শুনেই তোমরা কোন গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে৷ (হুজরাত-৬)
=============
আমি নিজেই প্রচারিত পোস্টে কমেন্ট করতে গিয়ে 'লজ্জার' সম্মুখিন হয়ে হয়েছি। শেষে মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আশা করছি আপনারাও আল্লাহ পাকের উক্ত নিদের্শ মান্য করে চলবেন।
হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন এবং দ্বীন ইসলামের উপর দৃঢ় রাখুন।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন